Ajker Patrika

রূপগঞ্জে সড়কের পাশে যুবকের মরদেহ, চোখ দুটো উপড়ানো 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে সড়কের পাশে যুবকের মরদেহ, চোখ দুটো উপড়ানো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবকের দুই চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার পূর্বাচল উপশহর এলাকার বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারের পাশের সড়ক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত ওমর ফারুক আকাশ (৩২) চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর কেষ্টপুর এলাকার বারেক শেখের ছেলে। তিনি গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, আজ সকাল ১১টার দিকে এক্সিবিশন সেন্টারের পাশের একটি সড়ক থেকে যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। তাঁর চোখ উপড়ানো ছিল। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন দেখা গেছে সুরতহালে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত