নরসিংদী প্রতিনিধি
১০ বছর পর সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলায় নরসিংদীতে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–১ এর বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার হাবিবুর রহমান হাবিব (৫০), একই এলাকার ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩), রাসেল মিয়া (২২), ছেলাম মিয়া (২৩) ও নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকার জুয়েল মিয়া (২০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ জানান, বেলাবর ভাটেরচর গ্রামের সিএনজি অটোরিকশা চালক হারুন অর রশিদ উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করতেন। ২০১৩ সালের ২৮ জুন রাতে পাঁচজন যাত্রীসহ অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে বাড়ি ফেরেননি। পরদিন (২৯ জুন) সকালে বেলাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চুনাইখালী সেতুর পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় নিহতের ছেলে আরিফুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশি তদন্তে যাত্রী সেজে চালক হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন হয়।
মামলায় আদালতে ১৩ জনের দেওয়া সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে পাঁচজন আসামি দোষী প্রমাণিত হয়। আসামিরা চালক হারুনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ আদালতে প্রমাণিত হয়। আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেন।
রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিদের মধ্যে হাবিবুর রহমান হাবিব (৫০), ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩) ও জুয়েল মিয়া (২০) উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি এখনো পলাতক রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
১০ বছর পর সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলায় নরসিংদীতে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–১ এর বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার হাবিবুর রহমান হাবিব (৫০), একই এলাকার ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩), রাসেল মিয়া (২২), ছেলাম মিয়া (২৩) ও নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকার জুয়েল মিয়া (২০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ জানান, বেলাবর ভাটেরচর গ্রামের সিএনজি অটোরিকশা চালক হারুন অর রশিদ উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করতেন। ২০১৩ সালের ২৮ জুন রাতে পাঁচজন যাত্রীসহ অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে বাড়ি ফেরেননি। পরদিন (২৯ জুন) সকালে বেলাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চুনাইখালী সেতুর পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় নিহতের ছেলে আরিফুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশি তদন্তে যাত্রী সেজে চালক হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন হয়।
মামলায় আদালতে ১৩ জনের দেওয়া সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে পাঁচজন আসামি দোষী প্রমাণিত হয়। আসামিরা চালক হারুনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ আদালতে প্রমাণিত হয়। আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেন।
রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিদের মধ্যে হাবিবুর রহমান হাবিব (৫০), ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩) ও জুয়েল মিয়া (২০) উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি এখনো পলাতক রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২২ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩০ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে