গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক কিশোরকে মসজিদ থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতার অফিসের সামনে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ সময় প্লায়ার্স দিয়ে ওই কিশোরের হাতের দুই আঙুলের নখ উপড়ে ফেলা হয়। খবর পেয়ে কিশোরকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে স্বজনদেরকেও মারধর করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বরে ওয়ার্ডের লোহাগাছ গ্রামের ফালু মার্কেটে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার সাগর (১৭) শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের মনির হোসেনের ছেলে। ঘটনার পর নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আটককৃতরা হলেন—শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক (২৭), একই গ্রামের আক্কাস আলীর ছেলে শরিফ (৩৫) ও নূরুল ইসলাম রাকিব (৩০)।
নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বলেন, ‘রাতে আমার ছেলে ইফতার শেষে তারাবির নামাজ আদায় করতে বাড়ির পাশের একটি মসজিদে যায়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক স্থানীয় এক শিশুকে দিয়ে আমার ছেলে সাগরকে ডেকে বের করে। এরপর ওরা ওখান থেকে ফালু মার্কেটে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অফিসের সামনে এনে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করে। এরপর প্লায়ার্স দিয়ে আমার ছেলের বাম হাতের দুটি আঙুলের নখ উপড়ে ফেলে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে দৌড়ে ঘটনাস্থলে ছুটে গেলে ওরা আমাকে ও আমার বোনকেও মারধর শুরু করে। এ সময় সাগর চুরি করেছে বলে অপবাদ দিয়ে আমার সামনেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। নির্মম নির্যাতনে আমার ছেলের পায়ের হাড় ভেঙে যায়।’
তিনি আরও বলেন, ‘আমার সামনে আমার ছেলে ‘‘চুরি করেছে’’ এই মর্মে স্বীকারোক্তি দেওয়ার জন্য বলা হয় এবং একের পর এক অমানবিক নির্যাতন করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় কিশোরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।’
ফালু মার্কেটের দোকানি আহসান উল্লাহ বলেন, ‘কয়েক দিন যাবৎ বিভিন্ন দোকানপাটে চুরির ঘটনা ঘটেছে। আমি শুনেছি কোনো এক স্থানে সিসিটিভি ক্যামেরায় নির্যাতনের শিকার সাগর জড়িত রয়েছে বলে একটি গুঞ্জন আছে। এর সন্দেহে কয়েকজন মিলে তাকে তুলে আনে। তবে মসজিদ থেকে ডেকে আনা হয়েছে কি না আমি জানি না। আর আশপাশের কোনো দোকানে সম্প্রতি চুরি হয়েছে কি না তাও জানি না।’
স্থানীয় বাসিন্দা জাবেদ বলেন, ‘মারধরের সময় আমি ঘটনাস্থলে ছিলাম। ছেলেটাকে অনেক মারধর করা হয়েছে তা দেখেছি। তবে চুরি করছে কি না আমি জানি না।’
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘চোর সন্দেহে একজনকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যে গ্রেপ্তার হয়েছে মোজাম্মেল হক, তিনি পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। তবে সেটা একান্ত তাঁর ব্যক্তিগত বিষয়। এটা দলের কোনো বিষয় নয়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক কিশোরকে মসজিদ থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতার অফিসের সামনে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ সময় প্লায়ার্স দিয়ে ওই কিশোরের হাতের দুই আঙুলের নখ উপড়ে ফেলা হয়। খবর পেয়ে কিশোরকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে স্বজনদেরকেও মারধর করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বরে ওয়ার্ডের লোহাগাছ গ্রামের ফালু মার্কেটে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার সাগর (১৭) শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের মনির হোসেনের ছেলে। ঘটনার পর নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আটককৃতরা হলেন—শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক (২৭), একই গ্রামের আক্কাস আলীর ছেলে শরিফ (৩৫) ও নূরুল ইসলাম রাকিব (৩০)।
নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বলেন, ‘রাতে আমার ছেলে ইফতার শেষে তারাবির নামাজ আদায় করতে বাড়ির পাশের একটি মসজিদে যায়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক স্থানীয় এক শিশুকে দিয়ে আমার ছেলে সাগরকে ডেকে বের করে। এরপর ওরা ওখান থেকে ফালু মার্কেটে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অফিসের সামনে এনে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করে। এরপর প্লায়ার্স দিয়ে আমার ছেলের বাম হাতের দুটি আঙুলের নখ উপড়ে ফেলে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে দৌড়ে ঘটনাস্থলে ছুটে গেলে ওরা আমাকে ও আমার বোনকেও মারধর শুরু করে। এ সময় সাগর চুরি করেছে বলে অপবাদ দিয়ে আমার সামনেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। নির্মম নির্যাতনে আমার ছেলের পায়ের হাড় ভেঙে যায়।’
তিনি আরও বলেন, ‘আমার সামনে আমার ছেলে ‘‘চুরি করেছে’’ এই মর্মে স্বীকারোক্তি দেওয়ার জন্য বলা হয় এবং একের পর এক অমানবিক নির্যাতন করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় কিশোরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।’
ফালু মার্কেটের দোকানি আহসান উল্লাহ বলেন, ‘কয়েক দিন যাবৎ বিভিন্ন দোকানপাটে চুরির ঘটনা ঘটেছে। আমি শুনেছি কোনো এক স্থানে সিসিটিভি ক্যামেরায় নির্যাতনের শিকার সাগর জড়িত রয়েছে বলে একটি গুঞ্জন আছে। এর সন্দেহে কয়েকজন মিলে তাকে তুলে আনে। তবে মসজিদ থেকে ডেকে আনা হয়েছে কি না আমি জানি না। আর আশপাশের কোনো দোকানে সম্প্রতি চুরি হয়েছে কি না তাও জানি না।’
স্থানীয় বাসিন্দা জাবেদ বলেন, ‘মারধরের সময় আমি ঘটনাস্থলে ছিলাম। ছেলেটাকে অনেক মারধর করা হয়েছে তা দেখেছি। তবে চুরি করছে কি না আমি জানি না।’
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘চোর সন্দেহে একজনকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যে গ্রেপ্তার হয়েছে মোজাম্মেল হক, তিনি পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। তবে সেটা একান্ত তাঁর ব্যক্তিগত বিষয়। এটা দলের কোনো বিষয় নয়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৩১ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৩৪ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৩৯ মিনিট আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৪৩ মিনিট আগে