শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার আদলে খাট উপহার দিয়েছিলেন মাদারীপুরের হারুণ অর রশীদ। বিনিময়ে উপহার হিসেবে পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া একতলা বাড়ি।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ি চাবি হারুণ অর রশীদকে বুঝিয়ে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। অসহায়ের পাশে দাঁড়ানোতে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকার বাসিন্দা হারুণ অর রশীদ। কাঠমিস্ত্রির কাজ করতেন টাঙ্গাইলের কেদারপুরের নাগরপুরে। পাঁচ বছর ধরে জমানো টাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করেন ১১ ফুট লম্বা ও ৮ ফুট প্রস্থের একটি খাট। সেটি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। প্রধানমন্ত্রী খাটটি পছন্দ করেন। পরে সেটি বসানো হয় বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ গ্রামের বাড়িতে দুই শতাংশ জায়গার ওপর নির্মাণ করে দেওয়া হয় একতলা বাড়ি। বাড়িতে রয়েছে টিউবওয়েল, বিদ্যুৎ সংযোগ, পাকা পায়খানা।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আপ্লুত কাঠমিস্ত্রি হারুণ অর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার তৈরি করা খাট পছন্দ করেছেন, তাতেই আমি খুশি। খাটটি তৈরি করেছি প্রায় পাঁচ বছর ধরে। পরে সেটি ৬-৭ জন শ্রমিক নিয়ে টুঙ্গিপাড়ায় বসানো হয়েছে। এতেও বেশ আনন্দ লেগেছে। পরে প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়েছেন। আমি ও আমার পরিবার খুশি।’
স্থানীয় জুলফিকার আলী বলেন, ‘অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এতে খুশি আমরাও।’
ঘর উপহার দিতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের সব প্রান্তে গৃহহীনদের খুঁজে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার ও আওয়ামী লীগ।’
উল্লেখ্য, হারুণ অর রশীদের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলে রয়েছে। বার্ধক্যজনিত কারণে কর্মহীন হয়ে পড়েছেন এই কাঠমিস্ত্রি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার আদলে খাট উপহার দিয়েছিলেন মাদারীপুরের হারুণ অর রশীদ। বিনিময়ে উপহার হিসেবে পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া একতলা বাড়ি।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ি চাবি হারুণ অর রশীদকে বুঝিয়ে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। অসহায়ের পাশে দাঁড়ানোতে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকার বাসিন্দা হারুণ অর রশীদ। কাঠমিস্ত্রির কাজ করতেন টাঙ্গাইলের কেদারপুরের নাগরপুরে। পাঁচ বছর ধরে জমানো টাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করেন ১১ ফুট লম্বা ও ৮ ফুট প্রস্থের একটি খাট। সেটি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। প্রধানমন্ত্রী খাটটি পছন্দ করেন। পরে সেটি বসানো হয় বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ গ্রামের বাড়িতে দুই শতাংশ জায়গার ওপর নির্মাণ করে দেওয়া হয় একতলা বাড়ি। বাড়িতে রয়েছে টিউবওয়েল, বিদ্যুৎ সংযোগ, পাকা পায়খানা।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আপ্লুত কাঠমিস্ত্রি হারুণ অর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার তৈরি করা খাট পছন্দ করেছেন, তাতেই আমি খুশি। খাটটি তৈরি করেছি প্রায় পাঁচ বছর ধরে। পরে সেটি ৬-৭ জন শ্রমিক নিয়ে টুঙ্গিপাড়ায় বসানো হয়েছে। এতেও বেশ আনন্দ লেগেছে। পরে প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়েছেন। আমি ও আমার পরিবার খুশি।’
স্থানীয় জুলফিকার আলী বলেন, ‘অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এতে খুশি আমরাও।’
ঘর উপহার দিতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের সব প্রান্তে গৃহহীনদের খুঁজে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার ও আওয়ামী লীগ।’
উল্লেখ্য, হারুণ অর রশীদের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলে রয়েছে। বার্ধক্যজনিত কারণে কর্মহীন হয়ে পড়েছেন এই কাঠমিস্ত্রি।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৪ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১১ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৩ মিনিট আগে