Ajker Patrika

র‍্যাব পরিচয়ে মোবাইল ছিনতাই, পৌর ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

র‍্যাব পরিচয়ে মোবাইল ছিনতাই, পৌর ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

র‍্যাব পরিচয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এদিন রাত ১১টার দিকে ব্যবসায়ী সুমন মিয়া বাদী হয়ে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। 

গ্রেপ্তার দুজন হলেন সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজু। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাতে কুমিল্লার কোতয়ালী এলাকার ব্যবসায়ী সুমন মিয়া ২৮৩টি মোবাইল ফোন নিয়ে গাড়ি করে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় পৌঁছালে র‍্যাব পরিচয় দিয়ে চার-পাঁচ জন তাঁর গতিরোধ করেন। এরপর তাঁর কাছে থাকা মোবাইল ফোনগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। 

পুলিশ জানায়, ঘটনার কয়েক দিন পর বাদী সুমন মিয়া জানতে পারেন ফোন ছিনতাইকারীদের মধ্যে পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজু ছিলেন। এ ঘটনায় পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনের নামে মামলা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদেরকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত