Ajker Patrika

পাসপোর্ট সংশোধন সুযোগের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭: ১৭
পাসপোর্ট সংশোধন সুযোগের দাবিতে মানববন্ধন 

জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধন করার সুযোগের দাবিতে মানববন্ধন করেছে আমরাই বাংলাদেশ নামে একটি সংগঠন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। 

মানববন্ধনে বক্তারা জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল না থাকায় শিক্ষা, কাজ বা ভ্রমণের জন্য বিদেশে যেতে না পারা সহ নানান সমস্যায় ভুগছেন তারা। অনেকেরই জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল নেই। আদালত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় ঘুরেও এই সমস্যার সমাধান করা যাচ্ছে না। দীর্ঘদিন অপেক্ষা করেও সংশোধন করা যাচ্ছে না। এর ফলে স্কলারশিপ বা কাজের জন্য দেশের বাইরেও যাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধান করা অত্যন্ত প্রয়োজনীয়। 

বক্তারা আরও বলেন, ‘অনেকেই জাতীয় পরিচয়পত্রের আগেই জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে পাসপোর্ট করেছেন। স্কুলের সার্টিফিকেট অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের নাম, জন্ম তারিখ ঠিক করা হলেও তার সঙ্গে পাসপোর্টের মিল নেই। গত কয়েক বছর যাবৎ ভুক্তভোগীরা সংশোধন করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় তাদের জরুরি কাজ ও স্বাভাবিক জীবন যাপন জটিল হয়ে পড়ছে। অবিলম্বে সংশোধনী চালু করে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধন করার দাবি জানান বক্তারা। 

সংগঠনটির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জোবায়েত, সহসভাপতি মিলন হোসেনসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভুক্তভোগীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত