মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো—মাইজপাড়া এলাকার গোলাম আজমের মেয়ে আফিয়া (৭) ও গোলাম ফারুকের মেয়ে মাসপিয়া (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া পূর্ব মাইজপাড়া আনোয়ার নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেণিতে ও একই মাদ্রাসায় মাসপিয়া দ্বিতীয় শ্রেণিতে পরে। আফিয়া ও মাসপিয়া দুজন বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুজনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুম্মিতা রায় বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।
নিহত দুই শিশুর বড় চাচা গোলাম মাওলা বলেন, ‘আজ অনেক গরম পড়েছে। তাই দুপুরে আফিয়া ও মাসপিয়া গোসল করার কথা বলে ঘর থেকে বের হয়। পরে আমরা তাদের খুঁজতে বের হই। দেখি বাড়ির পাশেই পুকুরে ওরা গোসল করছে। তখন ওদের ডেকে বাড়িতে নিয়ে আসি। এরপর ওরা আবার সবার অজান্তেই গোসল করতে যায়। প্রায় আধা ঘণ্টা পর ওদের দেখতে না পেয়ে আবার খোঁজাখুঁজি শুরু করি। দেখি ওই পুকুরের পাশেই ওদের স্যান্ডেল পরে আছে। তখন পুকুরে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকেই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, একই সঙ্গে দুই শিশুর মারা যাওয়ার ঘটনাটি খুবই মর্মান্তিক।
মাদারীপুরের ডাসার উপজেলায় পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো—মাইজপাড়া এলাকার গোলাম আজমের মেয়ে আফিয়া (৭) ও গোলাম ফারুকের মেয়ে মাসপিয়া (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া পূর্ব মাইজপাড়া আনোয়ার নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেণিতে ও একই মাদ্রাসায় মাসপিয়া দ্বিতীয় শ্রেণিতে পরে। আফিয়া ও মাসপিয়া দুজন বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুজনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুম্মিতা রায় বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।
নিহত দুই শিশুর বড় চাচা গোলাম মাওলা বলেন, ‘আজ অনেক গরম পড়েছে। তাই দুপুরে আফিয়া ও মাসপিয়া গোসল করার কথা বলে ঘর থেকে বের হয়। পরে আমরা তাদের খুঁজতে বের হই। দেখি বাড়ির পাশেই পুকুরে ওরা গোসল করছে। তখন ওদের ডেকে বাড়িতে নিয়ে আসি। এরপর ওরা আবার সবার অজান্তেই গোসল করতে যায়। প্রায় আধা ঘণ্টা পর ওদের দেখতে না পেয়ে আবার খোঁজাখুঁজি শুরু করি। দেখি ওই পুকুরের পাশেই ওদের স্যান্ডেল পরে আছে। তখন পুকুরে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকেই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, একই সঙ্গে দুই শিশুর মারা যাওয়ার ঘটনাটি খুবই মর্মান্তিক।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২১ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৯ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে