নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো পাঁচজনের। একই সময়ে নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৫১ জন। চলতি মাসের ১৯ দিনেই জুনের রেকর্ড ছাড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারা দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৫১ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮ জন এবং বাইরে ১৩ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৬৬ জন। তাদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হয় ৪৪ জন এবং বাইরে ছিল ২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২২৪ জন। আগের দিন ছিল ২৩৪ জন। এর আগে দিন ছিল ২২২ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৭০ জন এবং বাইরে ৫৪ জন। আগের দিন ছিল ১৭৭ জন এবং বাইরে ছিল ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার ১৯ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয় ১ হাজার ৮৪০ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ১ হাজার ৫৭৩ জন এবং বাইরে ২৬৭ জন। মোট রোগী ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৬১১ জন। ঢাকায় ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৪০১ জন এবং বাইরে ২১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ১৯ দিনে ৭৫১ জন। অর্থাৎ জুনের রেকর্ড জুলাই মাসের ১৯ দিনেই অতিক্রম করল।
কীটতত্ত্ববিদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।
ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো পাঁচজনের। একই সময়ে নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৫১ জন। চলতি মাসের ১৯ দিনেই জুনের রেকর্ড ছাড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারা দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৫১ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮ জন এবং বাইরে ১৩ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৬৬ জন। তাদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হয় ৪৪ জন এবং বাইরে ছিল ২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২২৪ জন। আগের দিন ছিল ২৩৪ জন। এর আগে দিন ছিল ২২২ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৭০ জন এবং বাইরে ৫৪ জন। আগের দিন ছিল ১৭৭ জন এবং বাইরে ছিল ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার ১৯ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয় ১ হাজার ৮৪০ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ১ হাজার ৫৭৩ জন এবং বাইরে ২৬৭ জন। মোট রোগী ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৬১১ জন। ঢাকায় ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৪০১ জন এবং বাইরে ২১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ১৯ দিনে ৭৫১ জন। অর্থাৎ জুনের রেকর্ড জুলাই মাসের ১৯ দিনেই অতিক্রম করল।
কীটতত্ত্ববিদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
২৪ মিনিট আগেচট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
৩ ঘণ্টা আগে