Ajker Patrika

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৯: ৫৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো পাঁচজনের। একই সময়ে নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৫১ জন। চলতি মাসের ১৯ দিনেই জুনের রেকর্ড ছাড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারা দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৫১ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮ জন এবং বাইরে ১৩ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৬৬ জন। তাদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হয় ৪৪ জন এবং বাইরে ছিল ২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২২৪ জন। আগের দিন ছিল ২৩৪ জন। এর আগে দিন ছিল ২২২ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৭০ জন এবং বাইরে ৫৪ জন। আগের দিন ছিল ১৭৭ জন এবং বাইরে ছিল ৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার ১৯ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয় ১ হাজার ৮৪০ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ১ হাজার ৫৭৩ জন এবং বাইরে ২৬৭ জন। মোট রোগী ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৬১১ জন। ঢাকায় ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৪০১ জন এবং বাইরে ২১০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ১৯ দিনে ৭৫১ জন। অর্থাৎ জুনের রেকর্ড জুলাই মাসের ১৯ দিনেই অতিক্রম করল। 

কীটতত্ত্ববিদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত