Ajker Patrika

গভীর রাতে রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২: ৩৯
গভীর রাতে রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে গোডাউনের মালামাল। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার এইচ এইচ টেক্সটাইল মিলস নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এইচ এইচ টেক্সটাইল কারখানার কাপড়ের গোডাউন থেকে আগুন সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো আগুন গোডাউন জুড়ে ছড়িয়ে পড়ে।’ 

তিনি আরও বলেন, খবর পেয়ে ডেমরা ও নারায়ণগঞ্জ স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুন নির্বাপণের চেষ্টা চালায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুনের সূত্রপাত কোথা থেকে এবং ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, এটা এখনই বলা যাচ্ছে না। আমাদের তদন্ত চলছে। তবে গোডাউনের ভেতরে বিপুল পরিমাণ কাপড় মজুত ছিল বলে জানতে পেরেছি।’ 

এ বিষয়ে এইচ এইচ টেক্সটাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘৩টার দিকে কারখানার গোডাউনে আগুন লেগেছিল। গোডাউনের ভেতর শুধু কাপড় ছিল। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো আমরা নির্ধারণ করতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত