Ajker Patrika

দুই মাস ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, উৎকণ্ঠায় পরিবার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৫: ১০
দুই মাস ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, উৎকণ্ঠায় পরিবার

কিশোরগঞ্জের সুলাইমান বিপ্লব (১৪) নামের এক মাদ্রাসাছাত্র প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর সুলাইমানকে না পেয়ে উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। এ ঘটনায় ওই ছাত্রের মা ফরিদা আক্তার গত ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সুলাইমান কিশোরগঞ্জ জেলা শহরের সতাল তারাপাশা কওমি মাদ্রাসার ছাত্র। জেলার কুলিয়ারচর উপজেলার পশ্চিম গোবরিয়া আবদুল্লাহপুর এলাকার দুলাল মিয়ার ছেলে সুলাইমান। 

পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ জানুয়ারি বেলা ১১টার দিকে মাদ্রাসার কাউকে কিছু না বলে সুলাইমান নিরুদ্দেশ হয়। খবর পেয়ে স্বজনেরা এসে মাদ্রাসার আশপাশ, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। 

সুলাইমানের মা ফরিদা আক্তার বলেন, ‘বিভিন্ন জায়গায় খুঁজেও ছেলের সন্ধান পাইনি। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল। পুলিশ ও প্রশাসনের কাছি দাবি জানাই, তারা যেন আমার ছেলেকে খুঁজে দেয়।’ 

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বলেন, ‘দেশের অন্যান্য থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে খুঁজে পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত