Ajker Patrika

গলায় হাড় আটকে শিক্ষার্থীর মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
গলায় হাড় আটকে শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের আড়াবাড়িয়া গ্রামের মামার বাড়িতে বেড়াতে এসে মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে সাইদাল হাসান আলিফ (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মৃত হাবিবুর রহমানের ছেলে। সে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আলিফ তার পরিবারের সঙ্গে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর কলেজপাড়া এলাকায় বসবাস করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ ঈদুল আজহা উপলক্ষে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের মামার বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ৯টার দিকে কোরবানীর মাংস খাওয়ার সময় তার গলায় মাংসের হাড় আটকে যায়।

এ সময় অসুস্থ হয়ে যায় আলিফ। পরে পরিবারের লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানোর পরামর্শ দেন। ফরিদপুরে নেয়ার পথেই আলিফের মৃত্যু হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার বলেন, মাংস খেতে গিয়ে আলিফ নামে এক শিক্ষার্থী মারা গেছে। তার টনসিলের সমস্যা ছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত