Ajker Patrika

ভোটের ফলাফল আটকে রাখার অভিযোগ জাহাঙ্গীরের 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে 
আপডেট : ২৫ মে ২০২৩, ২২: ০২
ভোটের ফলাফল আটকে রাখার অভিযোগ জাহাঙ্গীরের 

গাজীপুর সিটি করপোরেশনের ভোটের ফলাফল আটকে রাখার অভিযোগ তুলেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মেয়রপ্রার্থী মা জায়েদা খাতুনের পক্ষে তিনি এ অভিযোগ করেন। 

জাহাঙ্গীর বলেন, ‘ফলাফল নিয়ে যদি ছিনিমিনি খেলা হয় তাহলে আমরা মানব না। আমি গাজীপুরের গার্মেন্টস কর্মী মালিক ও জনগণকে বলব, যদি ছিনিমিনি হয় তাহলে আপনারা প্রতিবাদ করবেন।’

সব আসনে তাঁর মা জয়লাভ করেছেন দাবি করে আওয়ামী লীগের এই বহিষ্কৃত নেতা বলেন, ‘ইভিএমে ভোট শেষ হয়েছে ৪টায়। এতক্ষণ ফলাফল দিতে লাগে না। অনেক কেন্দ্রের কাউন্সিলরদের ফলাফল দেওয়া হয়েছে।’

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আরো বলেন, ‘মেশিনের সফট কপি আমাকে দিতে হবে। দরকার হলে সিসিটিভির ফুটেজ দেখব। আমি নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাই।’

সরকারের লোকদের প্রতি জানিয়ে তিনি বলেন, ‘এই জায়গায় নির্বাচন নিয়ে যেন কোনো ছিনিমিনি খেলা না হয়। প্রধানমন্ত্রীর কাছে আমি ন্যায়বিচার পাব বলে আশা করছি। আজ জনগণ তার প্রমাণ দিয়েছে।’

জাহাঙ্গীর দাবি করে বলেন, তাঁর মা বিজয়ী হয়েছেন। কোনো ষড়যন্ত্র মানা হবে না বলেও জানান তিনি।

গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত