কিশোরগঞ্জ প্রতিনিধি
সংবাদ প্রকাশের পর বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী। আজ বুধবার সকালে পরিবার, জেলা আওয়ামী লীগ ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভার মেয়রের নেতৃত্বে শোকযাত্রার আয়োজন করা হয়। পরে ১ হাজার দুস্থের মধ্যে কম্বল ও খাবার বিতরণ করা হয়।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্টরা কোনো কর্মসূচি না নেওয়ায় অনেকে ক্ষোভ জানিয়েছেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার ‘সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে কোনো কর্মসূচি নেই কিশোরগঞ্জে’ এই শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, ‘আমরা সৈয়দ আশরাফকে ধারণ করি। তাঁর আদর্শ লালন করি। তাঁর স্মৃতি রক্ষায় কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘সৈয়দ আশরাফ আমাদের কিশোরগঞ্জের অহংকার। আমরা আজকের এই দিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। রাজনীতির মাঠে তাঁর অভাব অপূরণীয়। আজ সকাল থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি।’
সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব) সৈয়দ সাফায়েতুল ইসলাম, ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রুপা আজকের পত্রিকাকে জানান, সৈয়দ আশরাফুল ইসলাম খুবই স্নেহপ্রবণ মানুষ ছিলেন। পুরো পরিবারকে তিনি আগলে রাখতেন। তিনি দূরদর্শী ছিলেন। আজকে তাঁদের ভাইয়ের স্মরণে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, সদর উপজেলা ও হোসেনপুরের প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংবাদ প্রকাশের পর বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী। আজ বুধবার সকালে পরিবার, জেলা আওয়ামী লীগ ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভার মেয়রের নেতৃত্বে শোকযাত্রার আয়োজন করা হয়। পরে ১ হাজার দুস্থের মধ্যে কম্বল ও খাবার বিতরণ করা হয়।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্টরা কোনো কর্মসূচি না নেওয়ায় অনেকে ক্ষোভ জানিয়েছেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার ‘সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে কোনো কর্মসূচি নেই কিশোরগঞ্জে’ এই শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, ‘আমরা সৈয়দ আশরাফকে ধারণ করি। তাঁর আদর্শ লালন করি। তাঁর স্মৃতি রক্ষায় কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘সৈয়দ আশরাফ আমাদের কিশোরগঞ্জের অহংকার। আমরা আজকের এই দিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। রাজনীতির মাঠে তাঁর অভাব অপূরণীয়। আজ সকাল থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি।’
সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব) সৈয়দ সাফায়েতুল ইসলাম, ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রুপা আজকের পত্রিকাকে জানান, সৈয়দ আশরাফুল ইসলাম খুবই স্নেহপ্রবণ মানুষ ছিলেন। পুরো পরিবারকে তিনি আগলে রাখতেন। তিনি দূরদর্শী ছিলেন। আজকে তাঁদের ভাইয়ের স্মরণে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, সদর উপজেলা ও হোসেনপুরের প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৬ মিনিট আগে