Ajker Patrika

সাইবার নিরাপত্তা আইনে মামলা: হাইকোর্টে তাপসী খানের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২২: ০৮
সাইবার নিরাপত্তা আইনে মামলা: হাইকোর্টে তাপসী খানের আগাম জামিন

সম্মিলিত শিক্ষা আন্দোলন ২০২৩ নামে একটি ফেসবুক গ্রুপের মডারেটর সুলতানা নাসরীন তাজ ওরফে তাপসী খানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তাপসী উপস্থিত হয়ে হাইকোর্টে জামিনের আবেদন করলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ.কে.এম জহিরুল হকের বেঞ্চ তাঁকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

এর আগে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহকারী সচিব মো. আলমগীর হোসেন গত ২১ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় সাইবার নিরাপত্তা আইনের ১৭/২৪/২৫/২৮/২৯/৩১/৩৩ ধারাসহ দণ্ডিবিধির ৩৭৯/ ১০৯ ধারার অপরাধের অভিযোগ আনা হয়।

জানা গেছে, তাপসী খানের মেয়ে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তিনি তাঁর মেয়েকে জিজ্ঞেস করেন ধর্মীয় শিক্ষা পরীক্ষার বার্ষিক মূল্যায়নে তাকে কী প্রশ্ন করা হয়েছিল।

জবাবে তার মেয়ে জানায়, ‘ধর্ম সম্পর্কে কথা বলেন এমন একজন ব্যক্তির ছবি আঁকতে বলা হয় এবং তার সম্পর্কে লিখতে বলা হয়।’ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাপসী খান ফেসবুকে লেখেন  ‘ধর্ম পরীক্ষার মূল্যায়নে আমার মেয়েকে একজন নবীর ছবি আঁকতে বলা হয়। আমার মেয়ে ছবি আঁকেনি। মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না। কীভাবে সহ্য করব? আল্লাহ মাফ করুন।’

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।

ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ‘তাপসী খান ফেসবুকে যে পোস্ট করেছেন তা কোনোভাবেই সাইবার নিরাপত্তা আইনে অপরাধ হতে পারে না। সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। তাঁকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।’

ব্যারিস্টার হুমায়ন কবির আরও বলেন, ‘তাপসী খানের তিনটি শিশু কন্যাসন্তান রয়েছে। মামলার কারণে তিনি হয়রানির ভয়ে সন্তানদের নিয়ে বাড়িতে থাকতে পারেননি। যার কারণে সন্তানেরা ঠিকমতো অংশ নিতে পারেনি চলমান পরীক্ষায়। এ ছাড়া সামাজিকভাবেও তিনি হেয় হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত