গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের মারধরের প্রতিবাদে কারখানাটির শ্রমিকেরা এই ভাঙচুর চালান। আজ শুক্রবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কারখানার শ্রমিক রাব্বি হাসান বলেন, ‘রাত ২টায় আমরা কাজ করছি। এ সময় কয়েকজন পুলিশ এসে আমাদের ডেকে নেয়। এরপর আমাদের সাদা কাগজে সই-স্বাক্ষর নেয়। আমরা বেতন-ভাতা নিয়ে আন্দোলন করলে সমস্যা হবে বলে হুমকি দেয়। এর প্রতিবাদ করলে কয়েকজনকে মারধর করে। আজ সকালে আবার পুলিশ এলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়। এ সময় বেতন-ভাতা চাইলে শ্রমিকদের ওপর হামলা চালায় পুলিশ। এরপর শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালায়।’
নারী শ্রমিক লিজা আক্তার বলেন, ‘আমাদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধের পাঁয়তারা করছিল কর্তৃপক্ষ। আমরা বলেছি, আমাদের মে ও জুন মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বেতন-ভাতা পরিশোধ না করে শ্রমিকদের মারধর করে পুলিশ। যে প্রতিবাদ করছে তাকেই পুলিশ আটক করছে।’
কারখানার অপর শ্রমিক নজরুল ইসলাম বলেন, ‘কারখানার শ্রমিকদের ওপর নির্যাতনের নায়ক মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আবু হানিফ। তিনি প্রতিনিয়ত শ্রমিকদের মারধর করেন। গত বৃহস্পতিবার রাতেও পুলিশ এনে বিনা কারণে শ্রমিকদের মারধর করিয়েছেন তিনি।’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আবু হানিফ বলেন, ‘বেশির ভাগ শ্রমিকের মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে। বাকি শ্রমিকদের বেতন রোববার দেওয়ার কথা দিয়েছি। কিন্তু শ্রমিকেরা তা না মেনে আজ শুক্রবার বেতনের দাবিতে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। কারখানার কম্পিউটার, ল্যাপটপ, এসি, ভবনের গ্লাস, চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। তাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।’
তবে শ্রমিকদের মারধরের বিষয়ে জানতে চাইলে আবু হানিফ দাবি করেন, শ্রমিকদের মারধরের বিষয়টি সঠিক নয়।
এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশের এএসপি (সার্কেল) মুন্সি আবদুল্লাহ শ্রমিকদের মারধরের বিষয়টি সঠিক নয় দাবি করে আজকের পত্রিকাকে বলেন, কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে শ্রমিকেরা। খবর পেয়ে সেখানে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। উসকানিদাতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের মারধরের প্রতিবাদে কারখানাটির শ্রমিকেরা এই ভাঙচুর চালান। আজ শুক্রবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কারখানার শ্রমিক রাব্বি হাসান বলেন, ‘রাত ২টায় আমরা কাজ করছি। এ সময় কয়েকজন পুলিশ এসে আমাদের ডেকে নেয়। এরপর আমাদের সাদা কাগজে সই-স্বাক্ষর নেয়। আমরা বেতন-ভাতা নিয়ে আন্দোলন করলে সমস্যা হবে বলে হুমকি দেয়। এর প্রতিবাদ করলে কয়েকজনকে মারধর করে। আজ সকালে আবার পুলিশ এলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়। এ সময় বেতন-ভাতা চাইলে শ্রমিকদের ওপর হামলা চালায় পুলিশ। এরপর শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালায়।’
নারী শ্রমিক লিজা আক্তার বলেন, ‘আমাদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধের পাঁয়তারা করছিল কর্তৃপক্ষ। আমরা বলেছি, আমাদের মে ও জুন মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বেতন-ভাতা পরিশোধ না করে শ্রমিকদের মারধর করে পুলিশ। যে প্রতিবাদ করছে তাকেই পুলিশ আটক করছে।’
কারখানার অপর শ্রমিক নজরুল ইসলাম বলেন, ‘কারখানার শ্রমিকদের ওপর নির্যাতনের নায়ক মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আবু হানিফ। তিনি প্রতিনিয়ত শ্রমিকদের মারধর করেন। গত বৃহস্পতিবার রাতেও পুলিশ এনে বিনা কারণে শ্রমিকদের মারধর করিয়েছেন তিনি।’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আবু হানিফ বলেন, ‘বেশির ভাগ শ্রমিকের মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে। বাকি শ্রমিকদের বেতন রোববার দেওয়ার কথা দিয়েছি। কিন্তু শ্রমিকেরা তা না মেনে আজ শুক্রবার বেতনের দাবিতে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। কারখানার কম্পিউটার, ল্যাপটপ, এসি, ভবনের গ্লাস, চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। তাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।’
তবে শ্রমিকদের মারধরের বিষয়ে জানতে চাইলে আবু হানিফ দাবি করেন, শ্রমিকদের মারধরের বিষয়টি সঠিক নয়।
এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশের এএসপি (সার্কেল) মুন্সি আবদুল্লাহ শ্রমিকদের মারধরের বিষয়টি সঠিক নয় দাবি করে আজকের পত্রিকাকে বলেন, কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে শ্রমিকেরা। খবর পেয়ে সেখানে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। উসকানিদাতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।
পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে আজ মঙ্গলবার সকালে দুই শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব এ কথা নিশ্চিত করেন।
২৫ মিনিট আগেকিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন শেষ পর্যন্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে থেমে গেছে। ফলে ২২ বছর পর আয়োজিত এই সম্মেলনে করা যায়নি কোনো কমিটি। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, হুংকার ও উত্তেজনায় অস্থির হয়ে ওঠে পরিবেশ। সম্মেলনের প্রথম অধিবেশন কোনোরকমে শেষ হলেও দ্বিতীয় অধিবেশন স্থগিত
৩০ মিনিট আগেমেহেরপুরের গাংনী সীমান্তে ৩৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭ পিলার গণকবরের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
৩৫ মিনিট আগেখুলনায় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে নগরীর হরিণটানা থানার শিকদার মার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে