ঢাবি প্রতিনিধি
গত ৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ঢুকে হঠাৎ করেই ‘প্রতিবাদী মোনাজাত’ করেন পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। সেই বাহালুলকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই শোকজ করা হয়। আজ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে শোকজ নোটিশের জবাব দিতেও বলা হয় বাহালুলকে।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, অসুস্থ থাকায় কর্মস্থলে উপস্থিত থাকতে পারেননি বাহালুল। হাসপাতালে ভর্তি থাকায় ছুটিও নিতে পারেননি তিনি। তাই গত ১২ ফেব্রুয়ারি বাহালুলকে ‘অনুপস্থিত’ দেখিয়ে পরীক্ষা উপনিয়ন্ত্রক মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অফিসে আদেশে উল্লেখ করা হয়, ‘আপনার ছুটি মঞ্জুর ও কাজে যোগদানের আবেদন কর্তৃপক্ষের নজরে এসেছে। আপনি (বাহালুল) গত ফেব্রুয়ারির ৯ তারিখে বেলা ২টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রায় ৩০/৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে মাইকে বিভিন্ন ধরনের অসংগতিপূর্ণ বক্তব্য প্রদান ও মোনাজাত পরিচালনা করেছেন। এ ধরনের আচরণ খুবই অনাকাঙ্ক্ষিত। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে এসেছে।
‘কেন এবং কী উদ্দেশ্যে আপনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন, এ বিষয়ে পত্র ইস্যুর তারিখ হতে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে নিম্নস্বাক্ষরকারীর নিকট জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে আপনাকে অনুরোধ করছি—বলে উল্লেখ করা হয় অফিস আদেশে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি অসুস্থ থাকায় অনুপস্থিত ছিল, তাই ছুটি নিতে পারেননি। পরে সুস্থ হয়ে ছুটি মঞ্জুরের জন্য আবেদন করেছেন, তাই কর্তৃপক্ষের আদেশে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন সময় মৌখিকভাবে ৫৩ জনকে নিয়োগ দিয়েছেন বাহালুল হক চৌধুরী। এ ছাড়া বাজারদরের চেয়ে কম দামে পছন্দের ব্যক্তির কাছে পুরোনো কাগজ বিক্রি, অধিভুক্ত কলেজের প্রবেশপত্র ফি নগদে গ্রহণ ও লেনদেনে অস্বচ্ছতাসহ বহু অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেলে কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়ে তথ্য চায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও হিসাব পরিচালক দুদকের চিঠির জবাবও দিয়েছেন। গত বছরের ২২ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় ‘নিয়মের ধার ধারেন না পরীক্ষা নিয়ন্ত্রক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে বাহালুলের মৌখিক নিয়োগের ১১ জনের চাকরি স্থায়ী হলেও ১৫ ফেব্রুয়ারি ৪২ জনের নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগ স্থগিত করায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ভেতরে অবস্থান কর্মসূচি করলেও পরবর্তী সময় নিয়োগ সার্কুলারে ‘অগ্রাধিকার’ দেওয়া হবে—বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
আরও খবর পড়ুন:
গত ৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ঢুকে হঠাৎ করেই ‘প্রতিবাদী মোনাজাত’ করেন পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। সেই বাহালুলকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই শোকজ করা হয়। আজ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে শোকজ নোটিশের জবাব দিতেও বলা হয় বাহালুলকে।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, অসুস্থ থাকায় কর্মস্থলে উপস্থিত থাকতে পারেননি বাহালুল। হাসপাতালে ভর্তি থাকায় ছুটিও নিতে পারেননি তিনি। তাই গত ১২ ফেব্রুয়ারি বাহালুলকে ‘অনুপস্থিত’ দেখিয়ে পরীক্ষা উপনিয়ন্ত্রক মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অফিসে আদেশে উল্লেখ করা হয়, ‘আপনার ছুটি মঞ্জুর ও কাজে যোগদানের আবেদন কর্তৃপক্ষের নজরে এসেছে। আপনি (বাহালুল) গত ফেব্রুয়ারির ৯ তারিখে বেলা ২টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রায় ৩০/৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে মাইকে বিভিন্ন ধরনের অসংগতিপূর্ণ বক্তব্য প্রদান ও মোনাজাত পরিচালনা করেছেন। এ ধরনের আচরণ খুবই অনাকাঙ্ক্ষিত। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে এসেছে।
‘কেন এবং কী উদ্দেশ্যে আপনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন, এ বিষয়ে পত্র ইস্যুর তারিখ হতে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে নিম্নস্বাক্ষরকারীর নিকট জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে আপনাকে অনুরোধ করছি—বলে উল্লেখ করা হয় অফিস আদেশে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি অসুস্থ থাকায় অনুপস্থিত ছিল, তাই ছুটি নিতে পারেননি। পরে সুস্থ হয়ে ছুটি মঞ্জুরের জন্য আবেদন করেছেন, তাই কর্তৃপক্ষের আদেশে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন সময় মৌখিকভাবে ৫৩ জনকে নিয়োগ দিয়েছেন বাহালুল হক চৌধুরী। এ ছাড়া বাজারদরের চেয়ে কম দামে পছন্দের ব্যক্তির কাছে পুরোনো কাগজ বিক্রি, অধিভুক্ত কলেজের প্রবেশপত্র ফি নগদে গ্রহণ ও লেনদেনে অস্বচ্ছতাসহ বহু অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেলে কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়ে তথ্য চায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও হিসাব পরিচালক দুদকের চিঠির জবাবও দিয়েছেন। গত বছরের ২২ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় ‘নিয়মের ধার ধারেন না পরীক্ষা নিয়ন্ত্রক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে বাহালুলের মৌখিক নিয়োগের ১১ জনের চাকরি স্থায়ী হলেও ১৫ ফেব্রুয়ারি ৪২ জনের নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগ স্থগিত করায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ভেতরে অবস্থান কর্মসূচি করলেও পরবর্তী সময় নিয়োগ সার্কুলারে ‘অগ্রাধিকার’ দেওয়া হবে—বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
আরও খবর পড়ুন:
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি এবায়দুল হক চানের বিরুদ্ধে চেম্বার দখলের অভিযোগ ওঠে। তিনি এত দিন সভাপতি হিসেবে ছিলেন।
৮ মিনিট আগেএমসি কলেজে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আজ মঙ্গলবার সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার পরবর্তী শুনানি দিন ১৩ মে নির্ধারণ করেন।
১২ মিনিট আগেপোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে পাচার ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতের দ্বিতীয় বিচারক ছগির আহমদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীব
১৬ মিনিট আগেকক্সবাজারের মহেশখালীতে রফিক আহমদ ওরফে মামুন (৩৮) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার কালামারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার কালামারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা গ্রামের মৃত মনসুর আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা রয়ে
৩৪ মিনিট আগে