Ajker Patrika

মেয়ের মৃত্যু মেনে নিতে না পেরে মায়ের ‘আত্মহত্যা’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫: ৪৬
মেয়ের মৃত্যু মেনে নিতে না পেরে মায়ের ‘আত্মহত্যা’

কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মেয়ে পূজা বণিকের (১৮)। একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে না পেরে হেক্সিসল পান করে আত্মহত্যা করেছেন মা বাসন্তি বণিক (৫০)। আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরের উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এদিকে মা ও মেয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাসন্তি বণিক ও প্রাণকৃষ্ণ বণিক দম্পতির একমাত্র সন্তান পূজা। কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় পূজার মৃত্যু হয়। 

এদিকে শুক্রবার ভোরে একমাত্র সন্তানের মরদেহ বাড়িতে এসে পৌঁছালে বাসন্তি হতবিহবল হয়ে পড়েন। মেয়ের মৃত্যু সহ্য করতে না পেরে সবার অজান্তে ওয়াশরুমে ঢুকে হেক্সিসল পান করেন। তাঁকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালে মাসুদ করিম বলেন, মেয়ের মৃত্যুতে মায়ের আত্মহননের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত