Ajker Patrika

মেয়ের মৃত্যু মেনে নিতে না পেরে মায়ের ‘আত্মহত্যা’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫: ৪৬
মেয়ের মৃত্যু মেনে নিতে না পেরে মায়ের ‘আত্মহত্যা’

কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মেয়ে পূজা বণিকের (১৮)। একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে না পেরে হেক্সিসল পান করে আত্মহত্যা করেছেন মা বাসন্তি বণিক (৫০)। আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরের উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এদিকে মা ও মেয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাসন্তি বণিক ও প্রাণকৃষ্ণ বণিক দম্পতির একমাত্র সন্তান পূজা। কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় পূজার মৃত্যু হয়। 

এদিকে শুক্রবার ভোরে একমাত্র সন্তানের মরদেহ বাড়িতে এসে পৌঁছালে বাসন্তি হতবিহবল হয়ে পড়েন। মেয়ের মৃত্যু সহ্য করতে না পেরে সবার অজান্তে ওয়াশরুমে ঢুকে হেক্সিসল পান করেন। তাঁকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালে মাসুদ করিম বলেন, মেয়ের মৃত্যুতে মায়ের আত্মহননের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত