Ajker Patrika

৫ কোটি যুবকের কর্মসংস্থানই হলো এবারের চ্যালেঞ্জ: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
৫ কোটি যুবকের কর্মসংস্থানই হলো এবারের চ্যালেঞ্জ: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই বিজয়ের পর টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কৃষিমন্ত্রী মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের সব উন্নয়ন দৃশ্যমান। পদ্মা সেতু, ফোর লেন রাস্তা, রূপপুর পারমাণবিক কেন্দ্র, কর্ণফুলী টানেলসহ শত শত উন্নয়ন দৃশ্যমান। বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষার উন্নয়ন হয়েছে। এবার আমাদের মূল স্লোগান হলো উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। আমাদের দেশের প্রায় পাঁচ কোটি যুবক-ছেলেমেয়েদের কর্মসংস্থান সৃষ্টি করাই হলো এবারের মূল্য লক্ষ্য।’ 

মন্ত্রী আরও বলেন, ‘আইসিটির উন্নয়ন-সম্প্রসারণ ও ইকোনমিক জোন করার মাধ্যমে শিল্পায়ন করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করলেই দেশের উন্নয়ন টেকসই হবে।’ 

এ সময় মধুপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইয়াকুব আলী, মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক মীর ফরহাদুল আলম মনি, মো. সাদিকুল ইসলাম সাদিকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত