Ajker Patrika

রূপগঞ্জে মোটরসাইকেল যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, যুবকের ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে মোটরসাইকেল যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, যুবকের ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে জুয়েল মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন। জুয়েল উপজেলার ইছাখালী এলাকার মারফত আলীর ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ রাকিব বলেন, ‘রূপগঞ্জের নগরপাড়া এলাকার সিরাজ ভূঁইয়ার মেয়ে সুমি আক্তারকে বিয়ে করেন জুয়েল। বিয়ের সময় ছেলের দাবি অনুযায়ী ৯০ হাজার টাকা দেওয়া হয়। কিছুদিন পর জুয়েল ২ লাখ ৯০ হাজার টাকা দামের মোটরসাইকেল যৌতুক দাবি করেন। কিন্তু সুমি এর প্রতিবাদ করেন। এ নিয়ে ঝগড়া হলে সুমি তার বাবার বাড়ি চলে যান।

জুয়েলের দাবি পূরণ করবেন এই শর্তে মেয়েকে আবারও স্বামীর বাড়ি পাঠান তাঁর বাবা সিরাজ ভূঁইয়া। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় ২০১৭ সালের ১৭ জুন সুমিকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন জুয়েল। এ ঘটনায় সুমির বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত