Ajker Patrika

আরও ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে ডেঙ্গু পরিস্থিত প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭০ জন। এদের মধ্যে ১৬৪ জনই রাজধানী ঢাকায়। এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৭০ জন। এর আগের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ১৯৪ জন এবং এর আগের দিনের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিলেন ১৫৩। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এই চিত্র দেখা গেছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট মাসে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ৪০৯ জন। অন্যদিকে চলতি মাসের ২৯ দিনেই রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৯২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে আজ ২৯ জুলাই) হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৪৯ জন রোগী।

দেশের ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকার দুই সিটি করপোরেশন। প্রতিদিনই অভিযান চালাচ্ছে এডিসের লার্ভা শনাক্ত করতে। এতে জেল–জরিমানাও করা হচ্ছে। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর সার্ভে সপ্তাহ শুরু করেছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত