উত্তরা (ঢাকা) প্রতিনিধি
সামাজিক দায়বদ্ধতা ও গণমাধ্যম হাউসসমূহের ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে জেন্ডার বৈষম্য বিলোপ করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিআইবিতে ‘গণমাধ্যমে জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনা-পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও মতবিনিময়’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
ফ্রি প্রেস আনলিমিটেড ও প্রোটেক্টিং ইন্ডিপেনডেন্ট মিডিয়া ফর ইফেক্টিভ ডেভেলপমেন্টের (প্রাইমড) সহযোগিতায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ও পিআইবি এই আয়োজন করে। সাকমিডের উপপরিচালক সৈয়দ কামরুল হাসান ও পিআইবির অধ্যয়ন বিভাগের প্রভাষক শুভ কর্মকারের সমন্বয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন করার পাশাপাশি সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন পিআইবিয়ের ডিজি জাফর ওয়াজেদ। তিনি বলেন, সম্প্রচার মাধ্যমসমূহ সংবাদ প্রচারের ক্ষেত্রে জেন্ডারভিত্তিক সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করলেও জেন্ডারভিত্তিক অসমতা অনেকাংশে বিলোপ করা সম্ভব হবে। এ ছাড়া সংবাদ প্রচারে পাঠক, দর্শক ও শ্রোতার বিষয়টা মাথায় রেখে সংবাদ প্রস্তুত করার কথাও বলেন তিনি।
এ সময় আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা বলেন, সারা বিশ্বে অর্থনীতির মতো গণমাধ্যম পর্যবেক্ষণ করা হয়। শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশসমূহে গণমাধ্যম মনিটরিং বা পর্যবেক্ষণ করা হয় না। অথচ গণমাধ্যম পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, গণমাধ্যম পর্যবেক্ষণের ব্যবস্থা থাকলে জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন কার্যকর হতো।
গণমাধ্যমসমূহের নির্দেশক, সংবাদের ধরন, প্রশিক্ষণ ও অনেক সময় অভিজ্ঞতার বিষয়ের ওপর জোর দিয়ে তিনি বলেন, এসব বিষয়সমূহের ঘাটতি থাকায় অনেক সময় জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন হয়। লিঙ্গবৈষম্য নিয়ে তিনি ৭০ এর দশকের পিআইবির নিরীক্ষার বিভিন্ন প্রকাশনা কথা বলেন। যেখানে জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের কলা-কৌশল সম্পর্কে আলোকপাত করা হতো। এ ছাড়া জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে ধারাবাহিক তদারকির ওপর জোর দেন তিনি।
গোলটেবিল বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম অংশগ্রহণ করেন। তিনি মূলত মতামত ও সংবাদের আধেয়ের ওপর গুরুত্বারোপ করেন। জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে তিনি ছবি, ভিডিও (টেলিভিশন), বাক্য শৈলীর ওপর জোর দেন। পাঠক ও দর্শকের বিষয়টি মাথায় রেখে সংবাদ প্রস্তুত করার কথা বলেন তিনি।
বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল জেন্ডার সংবেদনশীল শব্দ পরিহারের বিষয়ে আলোকপাত করেন। কীভাবে প্রাঞ্জল ভাষায় জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন করা যায় তা তিনি আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রাইমড বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা শিরিন আহসান মৌ গণমাধ্যম ও সমাজে নারীর অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিনি জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে সংবাদকর্মীর দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া সংবাদ প্রচারের খেতে ফ্যাক্ট চেকের বিষয়টি গুরুত্বসহকারে নেওয়ার কথা বলেন।
গোলটেবিল বৈঠকে ১৩ জন সংবাদকর্মী, সাতজন বিশেষজ্ঞ, দুজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, গবেষকসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
সামাজিক দায়বদ্ধতা ও গণমাধ্যম হাউসসমূহের ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে জেন্ডার বৈষম্য বিলোপ করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিআইবিতে ‘গণমাধ্যমে জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনা-পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও মতবিনিময়’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
ফ্রি প্রেস আনলিমিটেড ও প্রোটেক্টিং ইন্ডিপেনডেন্ট মিডিয়া ফর ইফেক্টিভ ডেভেলপমেন্টের (প্রাইমড) সহযোগিতায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ও পিআইবি এই আয়োজন করে। সাকমিডের উপপরিচালক সৈয়দ কামরুল হাসান ও পিআইবির অধ্যয়ন বিভাগের প্রভাষক শুভ কর্মকারের সমন্বয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন করার পাশাপাশি সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন পিআইবিয়ের ডিজি জাফর ওয়াজেদ। তিনি বলেন, সম্প্রচার মাধ্যমসমূহ সংবাদ প্রচারের ক্ষেত্রে জেন্ডারভিত্তিক সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করলেও জেন্ডারভিত্তিক অসমতা অনেকাংশে বিলোপ করা সম্ভব হবে। এ ছাড়া সংবাদ প্রচারে পাঠক, দর্শক ও শ্রোতার বিষয়টা মাথায় রেখে সংবাদ প্রস্তুত করার কথাও বলেন তিনি।
এ সময় আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা বলেন, সারা বিশ্বে অর্থনীতির মতো গণমাধ্যম পর্যবেক্ষণ করা হয়। শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশসমূহে গণমাধ্যম মনিটরিং বা পর্যবেক্ষণ করা হয় না। অথচ গণমাধ্যম পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, গণমাধ্যম পর্যবেক্ষণের ব্যবস্থা থাকলে জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন কার্যকর হতো।
গণমাধ্যমসমূহের নির্দেশক, সংবাদের ধরন, প্রশিক্ষণ ও অনেক সময় অভিজ্ঞতার বিষয়ের ওপর জোর দিয়ে তিনি বলেন, এসব বিষয়সমূহের ঘাটতি থাকায় অনেক সময় জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন হয়। লিঙ্গবৈষম্য নিয়ে তিনি ৭০ এর দশকের পিআইবির নিরীক্ষার বিভিন্ন প্রকাশনা কথা বলেন। যেখানে জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের কলা-কৌশল সম্পর্কে আলোকপাত করা হতো। এ ছাড়া জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে ধারাবাহিক তদারকির ওপর জোর দেন তিনি।
গোলটেবিল বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম অংশগ্রহণ করেন। তিনি মূলত মতামত ও সংবাদের আধেয়ের ওপর গুরুত্বারোপ করেন। জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে তিনি ছবি, ভিডিও (টেলিভিশন), বাক্য শৈলীর ওপর জোর দেন। পাঠক ও দর্শকের বিষয়টি মাথায় রেখে সংবাদ প্রস্তুত করার কথা বলেন তিনি।
বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল জেন্ডার সংবেদনশীল শব্দ পরিহারের বিষয়ে আলোকপাত করেন। কীভাবে প্রাঞ্জল ভাষায় জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন করা যায় তা তিনি আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রাইমড বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা শিরিন আহসান মৌ গণমাধ্যম ও সমাজে নারীর অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিনি জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে সংবাদকর্মীর দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া সংবাদ প্রচারের খেতে ফ্যাক্ট চেকের বিষয়টি গুরুত্বসহকারে নেওয়ার কথা বলেন।
গোলটেবিল বৈঠকে ১৩ জন সংবাদকর্মী, সাতজন বিশেষজ্ঞ, দুজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, গবেষকসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৯ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৯ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে