শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে শ্মশানঘাটের মাটি কেটে বিক্রি করছিলেন এক বিএনপি নেতা। খবর পেয়ে ডাম্প ট্রাক, এক্সকাভেটরসহ নেতাকে আটক করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরে তোপের মুখে মাটিকাটা অংশ আবার ভরাট করে দেন বিএনপির অন্য নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাওরাইদ শ্মশানঘাটে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বিএনপির নেতা আব্দুল্লাহ্ ফকির উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত জব্বার ফকিরের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
হিন্দু সম্প্রদায়ের সুদিব চন্দ্র রায় বলেন, ‘আমাদের শ্মশানের পাশের মাটি কেটে নিলে শ্মশান বিলীন হয়ে নদীতে মিশে যাবে।’
স্থানীয় তমাল কান্তি দেবনাথ বলেন, ‘গভীর রাতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, আমাদের শ্মশানের কাছ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এরপর কয়েকজনকে ফোন করে শ্মশানঘাটে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি বিএনপির নেতা আব্দুল্লাহ্ ফকির দাঁড়িয়ে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ডাম্প ট্রাকে ভর্তি করে নিয়ে যাচ্ছেন। এরপর আমরা প্রথমে বাধা দিলেও বিএনপির নেতা মাটিকাটা চালিয়ে যান। পরে কয়েক শ লোক জড়ো হয় শ্মশানঘাটে। তখন বিএনপির নেতাকে আটকে পুলিশে খবর দেওয়া হয়।’
কনক কান্তি দেবনাথ নামে একজন জানান, বিএনপি নেতা এবং তাঁর ডাম্প ট্রাক ও এক্সকাভেটর আটক করার খবর পেয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি এসে অভিযুক্ত নেতাকে নিয়ে যান।
কাওরাইদ শ্মশানঘাটের সভাপতি বাবুল শাহ্ বলেন, ‘আমাদের প্রতিবাদের মুখে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্মশানঘাটে পুনরায় মাটি ভরাট করে দিয়েছেন। এমন কর্মকাণ্ডের কারণে নেতার বিরুদ্ধে সংগঠন ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিএনপি।’
অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল্লাহ্ ফকিরের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কাওরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ হোসেন মণ্ডল বলেন, শ্মশানঘাটের মাটি ভরাট করে দেওয়া হয়েছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে থানায় এসে লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে শ্মশানঘাটের মাটি কেটে বিক্রি করছিলেন এক বিএনপি নেতা। খবর পেয়ে ডাম্প ট্রাক, এক্সকাভেটরসহ নেতাকে আটক করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরে তোপের মুখে মাটিকাটা অংশ আবার ভরাট করে দেন বিএনপির অন্য নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাওরাইদ শ্মশানঘাটে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বিএনপির নেতা আব্দুল্লাহ্ ফকির উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত জব্বার ফকিরের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
হিন্দু সম্প্রদায়ের সুদিব চন্দ্র রায় বলেন, ‘আমাদের শ্মশানের পাশের মাটি কেটে নিলে শ্মশান বিলীন হয়ে নদীতে মিশে যাবে।’
স্থানীয় তমাল কান্তি দেবনাথ বলেন, ‘গভীর রাতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, আমাদের শ্মশানের কাছ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এরপর কয়েকজনকে ফোন করে শ্মশানঘাটে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি বিএনপির নেতা আব্দুল্লাহ্ ফকির দাঁড়িয়ে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ডাম্প ট্রাকে ভর্তি করে নিয়ে যাচ্ছেন। এরপর আমরা প্রথমে বাধা দিলেও বিএনপির নেতা মাটিকাটা চালিয়ে যান। পরে কয়েক শ লোক জড়ো হয় শ্মশানঘাটে। তখন বিএনপির নেতাকে আটকে পুলিশে খবর দেওয়া হয়।’
কনক কান্তি দেবনাথ নামে একজন জানান, বিএনপি নেতা এবং তাঁর ডাম্প ট্রাক ও এক্সকাভেটর আটক করার খবর পেয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি এসে অভিযুক্ত নেতাকে নিয়ে যান।
কাওরাইদ শ্মশানঘাটের সভাপতি বাবুল শাহ্ বলেন, ‘আমাদের প্রতিবাদের মুখে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্মশানঘাটে পুনরায় মাটি ভরাট করে দিয়েছেন। এমন কর্মকাণ্ডের কারণে নেতার বিরুদ্ধে সংগঠন ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিএনপি।’
অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল্লাহ্ ফকিরের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কাওরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ হোসেন মণ্ডল বলেন, শ্মশানঘাটের মাটি ভরাট করে দেওয়া হয়েছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে থানায় এসে লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
২ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৩ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৬ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৬ মিনিট আগে