Ajker Patrika

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

গাজীপুর প্রতিনিধি: 
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৫৪
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকালে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে তব্র যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার পলমল গ্রুপের মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকেরা কিছুদিন থেকেই হাজিরা বোনাস বাড়ানোর দাবি করছিলেন বলে জানা গেছে। রোববার সকালে তাঁরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে বাঘের বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেন অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের ওই অংশে তীব্র যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়ে বিভিন্ন পরিবহনের যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও শিল্প পুলিশ কাজ করছে। 

এ ছাড়া রোববার সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকেরা ন্যূনতম হাজিরা বোনাস ১ হাজার টাকা, টিফিন বিল বাড়ানোসহ গ্রেড অনুযায়ী বেতন বাড়ানোর দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে। শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছে। 

শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক বলেন, দুটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এর মধ্যে হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত