রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় পলাশতলী গ্রামে মেঘনা নদীভাঙনে প্রায় দেড় কিলোমিটার এলাকার বসতভিটা নদীগর্ভে বিলীন ও সম্পদ বিনষ্ট হয়েছে। গত দুই দিনের ভাঙনে বিলীন হয়েছে নদীপাড়ের শতাধিক বসতভিটা। নদীভাঙন রোধে বাড়িঘর রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
আজ সোমবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের চরপলাশতলী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় লোকজন তাঁদের বক্তব্যে বলেন, ‘উপজেলার শ্রীনগর ইউনিয়নের চরপলাশতলী গ্রামটি অবস্থিত। যেখানে রয়েছে ৪ হাজারের বেশি লোকের বসবাস। এখানে রয়েছে দাখিল মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায় ৪০ বছর মেঘনা নদীর ভাঙনে গ্রামটির কয়েক শতাধিক বিঘা ফসলি জমি, বসতবাড়ি গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের দাবি করে আসছে। বেড়িবাঁধ নির্মাণ না করায় তারা ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে। বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রশাসন দীর্ঘদিন আশ্বাস দিয়ে আসছে, এখনো বাস্তবায়ন হয়নি। সামনে আশ্বাস নয় আমরা বেড়িবাঁধ নির্মাণ বাস্তবায়ন চাই।’
পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘গত দুই দিনের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভয়ে আতঙ্কে দিশেহারা। তাদের মাথা গোঁজার ঠাঁই নাই। তারা মানবেতর জীবন যাপন করছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে গ্রামের অবশিষ্ট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বাংলাদেশের মানচিত্র থেকে এ গ্রামটির নাম মুছে যাবে।’
এদিকে সোমবার দুপুরে পলাশতলী গ্রামের নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আজগর হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ড নরসিংদীর নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাশেল, পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাছেদ, ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বাসিন্দারা।
নরসিংদীর রায়পুরায় পলাশতলী গ্রামে মেঘনা নদীভাঙনে প্রায় দেড় কিলোমিটার এলাকার বসতভিটা নদীগর্ভে বিলীন ও সম্পদ বিনষ্ট হয়েছে। গত দুই দিনের ভাঙনে বিলীন হয়েছে নদীপাড়ের শতাধিক বসতভিটা। নদীভাঙন রোধে বাড়িঘর রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
আজ সোমবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের চরপলাশতলী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় লোকজন তাঁদের বক্তব্যে বলেন, ‘উপজেলার শ্রীনগর ইউনিয়নের চরপলাশতলী গ্রামটি অবস্থিত। যেখানে রয়েছে ৪ হাজারের বেশি লোকের বসবাস। এখানে রয়েছে দাখিল মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায় ৪০ বছর মেঘনা নদীর ভাঙনে গ্রামটির কয়েক শতাধিক বিঘা ফসলি জমি, বসতবাড়ি গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের দাবি করে আসছে। বেড়িবাঁধ নির্মাণ না করায় তারা ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে। বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রশাসন দীর্ঘদিন আশ্বাস দিয়ে আসছে, এখনো বাস্তবায়ন হয়নি। সামনে আশ্বাস নয় আমরা বেড়িবাঁধ নির্মাণ বাস্তবায়ন চাই।’
পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘গত দুই দিনের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভয়ে আতঙ্কে দিশেহারা। তাদের মাথা গোঁজার ঠাঁই নাই। তারা মানবেতর জীবন যাপন করছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে গ্রামের অবশিষ্ট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বাংলাদেশের মানচিত্র থেকে এ গ্রামটির নাম মুছে যাবে।’
এদিকে সোমবার দুপুরে পলাশতলী গ্রামের নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আজগর হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ড নরসিংদীর নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাশেল, পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাছেদ, ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বাসিন্দারা।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে