Ajker Patrika

চাহিদার অতিরিক্ত পশু প্রস্তুত আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুন ২০২২, ১৫: ১২
চাহিদার অতিরিক্ত পশু প্রস্তুত আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

এ বছরও একটা সম্ভাব্য চাহিদা আমরা নিরূপণ করেছি, সেই চাহিদা অনুযায়ী অতিরিক্ত পশু প্রস্তুত আছে। সেজন্য কোরবানি নিয়ে সংশয়, সংকট বা আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতায় ঈদুল আজহা-২০২২ উদ্‌যাপনের বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সুনামগঞ্জে বন্যায় পশুদের বড় ধরনের কোনো প্রাণহানি হয়নি, তাই পশুর সংকট সেখানে হবে না—এ কথা উল্লেখ করে সাংবাদিকদের প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘বন্যাকবলিত এলাকায় আগাম বার্তা দেওয়ার কারণে নিরাপদ স্থানে প্রাণীদের নিয়ে যাওয়া হয়। বন্যাকবলিত এলাকায় মৃত পশু ভেসে যাচ্ছে এমন কোনো ছবি নেই। প্রয়োজনবোধে সেখানে পশু সরবরাহ করব।’

করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে বাজার ব্যবস্থাপনায় যাঁরা থাকবেন তাঁদের প্রতি শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে। আবার করোনা পরিস্থিতি ভয়াবহ হলে আমাদের সবার ক্ষতির কারণ হতে পারে। আমাদের অসাবধানতা যেন ক্ষতির মুখোমুখি না দাঁড় করায়। একজন আক্রান্ত হলে তার পরিবারের সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।’ গরুর হাটগুলোতে হাত ধোয়া ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

প্রস্তুতিমূলক এই সভায় বক্তব্যে বলা হয় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণের মাধ্যমে ইতিমধ্যে ৯ হাজার ৪০২ জন পেশাদার কসাই এবং ৮ হাজার ৯৫৬ জন মৌসুমি কসাইসহ সর্বমোট ১৮ হাজার ৩৫৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ ছাড়া পশুখাদ্যে ভেজাল বা নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক, হরমোন ইত্যাদির ব্যবহার রোধকল্পে নিয়মিত ভেটেরিনারি ডাক্তারের সার্ভিল্যান্সসহ প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। 

সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য মহাসড়কে হাট স্থাপন না করার কথা উল্লেখ করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে। খামারিদের পক্ষ থেকে পশু আনা-নেওয়া করার সময় চাঁদাবাজিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হটলাইন গঠন করার আহ্বান জানানো হয়েছে।  এ ছাড়া বেচাকেনার জন্য ঢাকা উত্তর সিটি ও বাইরের কিছু স্থানে পরীক্ষামূলকভাবে ননক্যাশ ট্রানজেকশন সার্ভিস চালু করার কথা উল্লেখ করেন আলোচকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত