কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের পলতাকান্দা গ্রামে সম্পত্তি দলিল করে না দেওয়ায় বৃদ্ধা মা ও ছোট ভাইকে মারধরের অভিযোগ উঠেছে দুই সহোদর ও ছেলের বিরুদ্ধে। এ সময় বসতঘরের আসবাব ও জানালা-দরজা ভাঙচুরও করা হয়।
অভিযুক্তরা হলেন আল আমিন (৩৭) ও দিপু মিয়া (৩৩)। উভয়েই ওই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। রোববার (১৬ জুন) সকালে ভৈরব থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মা ফাতেমা বেগম।
ফাতেমা বেগম জানান, তাঁর তিন ছেলে ও ছয় কন্যাসন্তান রয়েছে। স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় চলাফেরা করতে পারেন না। সংসারের ব্যয় বহন করেন প্রবাসী ছোট ছেলে মামুন মিয়া। আট মাস আগে বড় ছেলে আল আমিনকে মৌখিকভাবে সম্পত্তির অংশ দিয়ে আলাদা করে দেওয়া হয়। এর পর থেকে আল আমিন সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। এর মধ্যেই ছোট ছেলে দেশে আসেন।
১২ জুন (বৃহস্পতিবার) রাতে আল আমিন ও দিপু মিয়া লাঠিসোঁটা নিয়ে বাড়িতে এসে ফাতেমা বেগমকে মারধর করেন এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত করেন বলে অভিযোগ। এ সময় ছোট ছেলে মামুন মিয়া ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার বাধা দিলে, দিপু ছুরি দিয়ে মামুনের ডান হাতে আঘাত করেন এবং ফারজানাকেও মারধর করেন। এ ছাড়া ঘরের দরজা, জানালা, আলমারি ও বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।
ঘটনার পর অভিযুক্ত আল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, ‘বৃদ্ধা মা ও প্রবাসী ভাইকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের পলতাকান্দা গ্রামে সম্পত্তি দলিল করে না দেওয়ায় বৃদ্ধা মা ও ছোট ভাইকে মারধরের অভিযোগ উঠেছে দুই সহোদর ও ছেলের বিরুদ্ধে। এ সময় বসতঘরের আসবাব ও জানালা-দরজা ভাঙচুরও করা হয়।
অভিযুক্তরা হলেন আল আমিন (৩৭) ও দিপু মিয়া (৩৩)। উভয়েই ওই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। রোববার (১৬ জুন) সকালে ভৈরব থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মা ফাতেমা বেগম।
ফাতেমা বেগম জানান, তাঁর তিন ছেলে ও ছয় কন্যাসন্তান রয়েছে। স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় চলাফেরা করতে পারেন না। সংসারের ব্যয় বহন করেন প্রবাসী ছোট ছেলে মামুন মিয়া। আট মাস আগে বড় ছেলে আল আমিনকে মৌখিকভাবে সম্পত্তির অংশ দিয়ে আলাদা করে দেওয়া হয়। এর পর থেকে আল আমিন সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। এর মধ্যেই ছোট ছেলে দেশে আসেন।
১২ জুন (বৃহস্পতিবার) রাতে আল আমিন ও দিপু মিয়া লাঠিসোঁটা নিয়ে বাড়িতে এসে ফাতেমা বেগমকে মারধর করেন এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত করেন বলে অভিযোগ। এ সময় ছোট ছেলে মামুন মিয়া ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার বাধা দিলে, দিপু ছুরি দিয়ে মামুনের ডান হাতে আঘাত করেন এবং ফারজানাকেও মারধর করেন। এ ছাড়া ঘরের দরজা, জানালা, আলমারি ও বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।
ঘটনার পর অভিযুক্ত আল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, ‘বৃদ্ধা মা ও প্রবাসী ভাইকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ সেকেন্ড আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৯ মিনিট আগে