ঢাবি প্রতিনিধি
ঢাকার লিট ফেস্টের দশম আসরে ‘সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা’ শীর্ষক আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি ও রাজনৈতিক শক্তি দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। পাশাপাশি শ্রেণিবৈষম্য ও অর্থনৈতিক সংকট দূর করতে একসঙ্গে কাজ করতে হবে।’
আজ শনিবার ঢাকার লিট ফেস্টের তৃতীয় দিনে আহকাম উল্লাহর সঞ্চালনায় এ কথা বলেন গোলাম কুদ্দুস। এ সময় বৈষম্য ও সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করেন কবি কামাল চৌধুরী।
গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি দিয়ে মুক্তিযুদ্ধে সবাইকে নিয়ে অংশগ্রহণের জন্য আন্দোলন করেছিলাম। সেখানে আমরা সফল হয়েছি, কিন্তু বর্তমানে অনেকটা নিরুপায়ের মতো। একক ও সংগঠনের মাধ্যমে সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয় দেওয়া সম্ভব নয়, প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।’
গোলাম কুদ্দুস আরও বলেন, ‘সংস্কৃতি না থাকলে লড়াইয়ের পথ দুর্বল হয়ে যায়। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে, লড়াইয়ের বিকল্প নেই। সংস্কৃতির জন্য লড়াই করতে না পারলে সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা গঠন করা সম্ভব নয়।’
কবি কামাল চৌধুরী বলেন, ‘বৈষম্য সারা পৃথিবীতে আছে। বাংলাদেশেও বৈষম্য আছে। নারী ও পুরুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। ধর্মের দোহাই দিয়ে ঘরে বেঁধে রাখা হয়েছে। সংস্কৃতির কাজ হচ্ছে মানুষের মুক্তির পথ সুগম করা।’
কামাল চৌধুরী আরও বলেন, ‘পুরুষতান্ত্রিকতা আমাদের জেঁকে বসেছে। একসময় গ্রামগঞ্জ থেকে অনেক সৃজনশীল মানুষ বের হতো, কিন্তু এখন সংখ্যাটা নিতান্তই কম। কারণ মানুষের মাঝে বিভেদের প্রাচীর তুলে দেওয়া হয়েছে। অসাম্প্রদায়িক মানুষ গড়ে উঠছে না।’ অসাম্প্রদায়িক মানুষ তৈরি করতে না পারার পেছনে রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন কবি কামাল চৌধুরী।
আমাদের ইতিহাসকে সাম্প্রদায়িক ইতিহাস বানানোর পাঁয়তারা চলছে। সাম্প্রদায়িক ইতিহাস বানানোর চেষ্টা সফল হলে সংস্কৃতির আন্দোলন মাঠে মারা যাবে। তাই আমাদের মৌলিক ইতিহাসের চেতনায় নিজেদের উদ্বুদ্ধ করতে হবে বলে মনে করেন কামাল চৌধুরী।
ঢাকার লিট ফেস্টের দশম আসরে ‘সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা’ শীর্ষক আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি ও রাজনৈতিক শক্তি দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। পাশাপাশি শ্রেণিবৈষম্য ও অর্থনৈতিক সংকট দূর করতে একসঙ্গে কাজ করতে হবে।’
আজ শনিবার ঢাকার লিট ফেস্টের তৃতীয় দিনে আহকাম উল্লাহর সঞ্চালনায় এ কথা বলেন গোলাম কুদ্দুস। এ সময় বৈষম্য ও সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করেন কবি কামাল চৌধুরী।
গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি দিয়ে মুক্তিযুদ্ধে সবাইকে নিয়ে অংশগ্রহণের জন্য আন্দোলন করেছিলাম। সেখানে আমরা সফল হয়েছি, কিন্তু বর্তমানে অনেকটা নিরুপায়ের মতো। একক ও সংগঠনের মাধ্যমে সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয় দেওয়া সম্ভব নয়, প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।’
গোলাম কুদ্দুস আরও বলেন, ‘সংস্কৃতি না থাকলে লড়াইয়ের পথ দুর্বল হয়ে যায়। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে, লড়াইয়ের বিকল্প নেই। সংস্কৃতির জন্য লড়াই করতে না পারলে সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা গঠন করা সম্ভব নয়।’
কবি কামাল চৌধুরী বলেন, ‘বৈষম্য সারা পৃথিবীতে আছে। বাংলাদেশেও বৈষম্য আছে। নারী ও পুরুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। ধর্মের দোহাই দিয়ে ঘরে বেঁধে রাখা হয়েছে। সংস্কৃতির কাজ হচ্ছে মানুষের মুক্তির পথ সুগম করা।’
কামাল চৌধুরী আরও বলেন, ‘পুরুষতান্ত্রিকতা আমাদের জেঁকে বসেছে। একসময় গ্রামগঞ্জ থেকে অনেক সৃজনশীল মানুষ বের হতো, কিন্তু এখন সংখ্যাটা নিতান্তই কম। কারণ মানুষের মাঝে বিভেদের প্রাচীর তুলে দেওয়া হয়েছে। অসাম্প্রদায়িক মানুষ গড়ে উঠছে না।’ অসাম্প্রদায়িক মানুষ তৈরি করতে না পারার পেছনে রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন কবি কামাল চৌধুরী।
আমাদের ইতিহাসকে সাম্প্রদায়িক ইতিহাস বানানোর পাঁয়তারা চলছে। সাম্প্রদায়িক ইতিহাস বানানোর চেষ্টা সফল হলে সংস্কৃতির আন্দোলন মাঠে মারা যাবে। তাই আমাদের মৌলিক ইতিহাসের চেতনায় নিজেদের উদ্বুদ্ধ করতে হবে বলে মনে করেন কামাল চৌধুরী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে