ফরিদপুর প্রতিনিধি
শিল্পপতি ও ফরিদপুরের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের বাড়িতে জোরপূর্বক বিএনপি নেতারা প্রবেশ করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এজাহারে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফাকে (৫৫) প্রধান আসামি হিসেবে উল্লেখ করে ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়ে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হা-মীম গ্রুপের প্রধান ভূমি কর্মকর্তা মোহাম্মাদ রাফিজুল খান (৪০) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এই এজাহার জমা দেন। রাত ৮টার দিকে এজাহারের বিষয়টি নিশ্চিত করেন থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক আহাদউজ্জামান। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার এ কে আজাদের বাড়িতে সংঘটিত ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে বাইরে রয়েছেন। তিনি এলে বিষয়টি তাঁকে অবগত করা হবে।
এজাহারে অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন (৩৮), কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদলের সহসভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০) প্রমুখ।
এজাহারে রাফিজুল খান উল্লেখ করেন, গতকাল বিকেল পৌনে ৪টার দিকে তিনি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের শহরের ঝিলটুলীস্থ অফিস কাম বাসভবনে কর্মরত ছিলেন। সে সময় তাঁর সঙ্গে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. সোলাইমান হোসেন, নিরাপত্তাকর্মী মো. মেহেদী হাসান ও মো. জালাল শেখ, পরিচ্ছন্নতাকর্মী আবদুল হান্নান, গৃহপরিচারিকা মাজেদা বেগম, সিসিটিভি অপারেটর সেলিম হোসেন ও সহকারী শাওন শেখ উপস্থিত ছিলেন।
এজাহারে আরও বলা হয়, ওই সময় একদল উগ্র সন্ত্রাসী হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ড মো. মেহেদী হাসানকে খুন জখমের হুমকি দিয়ে এ কে আজাদের বাসায় প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। তারা বাড়ির ভেতর ঢুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এজাহারে বাদী রাফিজুল উল্লেখ করেন, তিনি আসামিদের গালিগালাজ শুনে কক্ষ থেকে বের হয়ে উঠানে আসার সঙ্গে সঙ্গে গোলাম মোস্তফা মিরাজ নানা ধরনের হুমকি দেন। পরে আসামিরা শ্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ বলেন, ‘ওই বাড়িতে আওয়ামী লীগের গোপন সভা হচ্ছে—এমন তথ্য পেয়ে আমরা গিয়েছিলাম। ওখানে আমি নিজে কিংবা আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা কেউ কোনো হুমকি দেননি। একটি ঢিলও ছোড়া হয়নি।’
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিল্পপতি ও ফরিদপুরের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের বাড়িতে জোরপূর্বক বিএনপি নেতারা প্রবেশ করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এজাহারে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফাকে (৫৫) প্রধান আসামি হিসেবে উল্লেখ করে ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়ে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হা-মীম গ্রুপের প্রধান ভূমি কর্মকর্তা মোহাম্মাদ রাফিজুল খান (৪০) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এই এজাহার জমা দেন। রাত ৮টার দিকে এজাহারের বিষয়টি নিশ্চিত করেন থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক আহাদউজ্জামান। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার এ কে আজাদের বাড়িতে সংঘটিত ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে বাইরে রয়েছেন। তিনি এলে বিষয়টি তাঁকে অবগত করা হবে।
এজাহারে অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন (৩৮), কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদলের সহসভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০) প্রমুখ।
এজাহারে রাফিজুল খান উল্লেখ করেন, গতকাল বিকেল পৌনে ৪টার দিকে তিনি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের শহরের ঝিলটুলীস্থ অফিস কাম বাসভবনে কর্মরত ছিলেন। সে সময় তাঁর সঙ্গে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. সোলাইমান হোসেন, নিরাপত্তাকর্মী মো. মেহেদী হাসান ও মো. জালাল শেখ, পরিচ্ছন্নতাকর্মী আবদুল হান্নান, গৃহপরিচারিকা মাজেদা বেগম, সিসিটিভি অপারেটর সেলিম হোসেন ও সহকারী শাওন শেখ উপস্থিত ছিলেন।
এজাহারে আরও বলা হয়, ওই সময় একদল উগ্র সন্ত্রাসী হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ড মো. মেহেদী হাসানকে খুন জখমের হুমকি দিয়ে এ কে আজাদের বাসায় প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। তারা বাড়ির ভেতর ঢুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এজাহারে বাদী রাফিজুল উল্লেখ করেন, তিনি আসামিদের গালিগালাজ শুনে কক্ষ থেকে বের হয়ে উঠানে আসার সঙ্গে সঙ্গে গোলাম মোস্তফা মিরাজ নানা ধরনের হুমকি দেন। পরে আসামিরা শ্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ বলেন, ‘ওই বাড়িতে আওয়ামী লীগের গোপন সভা হচ্ছে—এমন তথ্য পেয়ে আমরা গিয়েছিলাম। ওখানে আমি নিজে কিংবা আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা কেউ কোনো হুমকি দেননি। একটি ঢিলও ছোড়া হয়নি।’
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
১ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
১ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৪ ঘণ্টা আগে