ঢামেক প্রতিনিধি, ঢাকা
অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে বাসায় ফিরতে পারলেন না স্কুলশিক্ষক আব্দুল মালেক (৫২)। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এর সামনে রাস্তা পার হতে গিয়ে দুই বাসের চাপায় আহত হন তিনি। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান তিনি। আব্দুল মালেক ডেমরা ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
ওই শিক্ষকের স্ত্রী ফরিদা আক্তার জানায়, তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়। শিক্ষক আব্দুল মালেকের বাবার নাম মৃত আব্দুস সালাম তালুকদার। তিনি ডেমরার ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি পরিবার নিয়ে ডেমরা সারুলিয়া এলাকায় থাকতেন। ফরিদা আক্তার নিজেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
ফরিদা আক্তার জানান, ঘরে তাঁর অসুস্থ মা। দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার সময় অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে আসার কথা ছিল। ওষুধও কিনেছিলেন তিনি। কিন্তু ভুল করে স্টাফ কোয়ার্টারের উল্টো পাশের দোকানে ওষুধ ফেলে আসেন। ওষুধ আনতে আবারও সিএনজি করে স্টাফ কোয়ার্টারের সামনে আসেন। সিএনজি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের পেছন দিক দিয়ে যাওয়ার সময় আরেকটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
একই স্কুলের শিক্ষক হযরত আলী জানান, আব্দুল মালেক খুবই শান্ত প্রকৃতির ছিলেন। ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। করোনার সময় খুবই যত্ন সহকারে অনলাইনে ছাত্রদের ক্লাস করিয়েছেন। আজ ছুটির পর এক সঙ্গেই স্কুল থেকে বের হয়েছি। পরে জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, দুই বাসের মাঝখান দিয়ে রাস্তা পার হওয়ার সময় চাপা পড়ে ওই ব্যক্তি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অছিম পরিবহনের ওই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে বাসায় ফিরতে পারলেন না স্কুলশিক্ষক আব্দুল মালেক (৫২)। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এর সামনে রাস্তা পার হতে গিয়ে দুই বাসের চাপায় আহত হন তিনি। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান তিনি। আব্দুল মালেক ডেমরা ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
ওই শিক্ষকের স্ত্রী ফরিদা আক্তার জানায়, তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়। শিক্ষক আব্দুল মালেকের বাবার নাম মৃত আব্দুস সালাম তালুকদার। তিনি ডেমরার ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি পরিবার নিয়ে ডেমরা সারুলিয়া এলাকায় থাকতেন। ফরিদা আক্তার নিজেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
ফরিদা আক্তার জানান, ঘরে তাঁর অসুস্থ মা। দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার সময় অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে আসার কথা ছিল। ওষুধও কিনেছিলেন তিনি। কিন্তু ভুল করে স্টাফ কোয়ার্টারের উল্টো পাশের দোকানে ওষুধ ফেলে আসেন। ওষুধ আনতে আবারও সিএনজি করে স্টাফ কোয়ার্টারের সামনে আসেন। সিএনজি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের পেছন দিক দিয়ে যাওয়ার সময় আরেকটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
একই স্কুলের শিক্ষক হযরত আলী জানান, আব্দুল মালেক খুবই শান্ত প্রকৃতির ছিলেন। ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। করোনার সময় খুবই যত্ন সহকারে অনলাইনে ছাত্রদের ক্লাস করিয়েছেন। আজ ছুটির পর এক সঙ্গেই স্কুল থেকে বের হয়েছি। পরে জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, দুই বাসের মাঝখান দিয়ে রাস্তা পার হওয়ার সময় চাপা পড়ে ওই ব্যক্তি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অছিম পরিবহনের ওই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৫ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৫ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৭ ঘণ্টা আগে