Ajker Patrika

মায়ের জন্য ওষুধ কিনে বাসায় ফেরা হলো না স্কুলশিক্ষকের

ঢামেক প্রতিনিধি, ঢাকা
মায়ের জন্য ওষুধ কিনে বাসায় ফেরা হলো না স্কুলশিক্ষকের

অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে বাসায় ফিরতে পারলেন না স্কুলশিক্ষক আব্দুল মালেক (৫২)। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এর সামনে রাস্তা পার হতে গিয়ে দুই বাসের চাপায় আহত হন তিনি। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান তিনি। আব্দুল মালেক ডেমরা ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। 

ওই শিক্ষকের স্ত্রী ফরিদা আক্তার জানায়, তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়। শিক্ষক আব্দুল মালেকের বাবার নাম মৃত আব্দুস সালাম তালুকদার। তিনি ডেমরার ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি পরিবার নিয়ে ডেমরা সারুলিয়া এলাকায় থাকতেন। ফরিদা আক্তার নিজেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

ফরিদা আক্তার জানান, ঘরে তাঁর অসুস্থ মা। দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার সময় অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে আসার কথা ছিল। ওষুধও কিনেছিলেন তিনি। কিন্তু ভুল করে স্টাফ কোয়ার্টারের উল্টো পাশের দোকানে ওষুধ ফেলে আসেন। ওষুধ আনতে আবারও সিএনজি করে স্টাফ কোয়ার্টারের সামনে আসেন। সিএনজি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের পেছন দিক দিয়ে যাওয়ার সময় আরেকটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

একই স্কুলের শিক্ষক হযরত আলী জানান, আব্দুল মালেক খুবই শান্ত প্রকৃতির ছিলেন। ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। করোনার সময় খুবই যত্ন সহকারে অনলাইনে ছাত্রদের ক্লাস করিয়েছেন। আজ ছুটির পর এক সঙ্গেই স্কুল থেকে বের হয়েছি। পরে জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, দুই বাসের মাঝখান দিয়ে রাস্তা পার হওয়ার সময় চাপা পড়ে ওই ব্যক্তি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অছিম পরিবহনের ওই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত