Ajker Patrika

সাবেক মেয়র আইভীর ছোট ভাই রিপন মারা গেছেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আহাম্মদ আলী রেজা রিপন। ছবি: সংগৃহীত
আহাম্মদ আলী রেজা রিপন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন (৫৫) মারা গেছেন। আজ সোমবার সকালে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বাদ আসর বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা হবে। এরপর মাসদাইর সিটি কবরস্থানে মায়ের কবরে তাঁর লাশ দাফন করা হবে।

উজ্জ্বল আরও বলেন, রিপন শাওয়াল মাসের রোজা রেখেছিলেন। রাত আড়াইটার দিকে তাঁরা একসঙ্গে সেহরি করেন। সকালে স্ট্রোক করে মারা যান তিনি। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

আজ সকাল ৭টার দিকে শহরের দেওভোগের চুনকা কুটিতে স্ট্রোক করেন রিপন। পরিবারের সদস্যরা তাঁকে শহরের হার্ট সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলী রেজা রিপন নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার বড় ছেলে। ২০২১ সালের ৯ এপ্রিল আহাম্মদ আলী রেজা রিপনের স্ত্রী মিতা আহাম্মদ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত