Ajker Patrika

সুযোগ নেই, তবে বিএনপি নির্বাচনে আসতে চাইলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে: ইসি আলমগীর

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯: ০০
সুযোগ নেই, তবে বিএনপি নির্বাচনে আসতে চাইলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে: ইসি আলমগীর

বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নির্বাচনসংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মো. আলমগীর বলেন, ‘এখন আর বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব, তাই এই বিষয়ে নিরীক্ষা করার সুযোগ রয়েছে।’ 

বিদেশি চাপের বিষয়ে মো. আলমগীর বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই, বরং নির্বাচন সুষ্ঠু-সুন্দর করার জন্য আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি। নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি। যদি পরবর্তীকালে সিদ্ধান্ত হয়, তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।’ 

আলমগীর আরও বলেন, ‘ইতিমধ্যে নির্বাচনে আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন।’ 

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত