Ajker Patrika

মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৯: ৩৯
মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে বঁটিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফতুল্লা শিয়াচর উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম সুমন মিয়া (৩৫)। রাতে বাড়ির সামনের রাস্তায় কুপিয়ে তাঁর মা মধুবালা বেগমকে (৫৫) হত্যা করেন। এই ঘটনায় সুমনের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় এক নারীর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে মধুবালার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর পাশেই বঁটি হাতে দাঁড়িয়ে ছিলেন মধুবালার ছেলে সুমন। সুমন মূলত মাদকাসক্ত ছিলেন। মায়ের সঙ্গে ঘরে কথা-কাটাকাটির একপর্যায়ে বঁটি নিয়ে ধাওয়া করে মাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করে।

সুমনের বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী মিলে একটি ভাতের হোটেল চালাই। আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয়। মানসিক সমস্যা থাকায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই মেয়ে নিয়ে বাড়ি চলে যায়। এরপর তাকে বিদেশে পাঠানো হয়। ঘটনার রাতে আমি দোকান থেকে ফিরে দেখি সুমন তার মাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করেছে। ঘরে গিয়ে দেখি সে বঁটি হাতে নিয়ে ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।’   

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নূরে আযম মিয়া বলেন, ‘মাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বিকেলে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত