Ajker Patrika

পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত দম্পতি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৫: ০০
পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত দম্পতি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ঢাকা সড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মির্জাপুর গ্রামের এখলাছ উদ্দিন ও তাঁর স্ত্রী আজিজুন নাহার জোসনা। আজিজুন নাহার জোসনা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে স্ত্রী জোসনাকে বিদ্যালয়ে পৌঁছে দিতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে রওনা দেন এখলাছ উদ্দিন। পথে মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তাঁরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে, ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়ে যান। 

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত