Ajker Patrika

টাঙ্গাইলে পলিথিনবিরোধী পদযাত্রা

টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলের পরিবেশবাদী সংগঠন তপস্যার উদ্যোগে পলিথিনবিরোধী পদযাত্রা। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের পরিবেশবাদী সংগঠন তপস্যার উদ্যোগে পলিথিনবিরোধী পদযাত্রা। ছবি: আজকের পত্রিকা

ক্রমবর্ধমান পলিথিনের ব্যবহারে পরিবেশদূষণের পাশাপাশি জীববৈচিত্র্য, অর্থনীতি, মানবস্বাস্থ্যের জন্য হুমকি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের পরিবেশবাদী সংগঠন তপস্যা।

আজ বৃহস্পতিবার ওই সংগঠনের উদ্যোগে শহরের সমবায় সুপার মার্কেট এলাকায় পদযাত্রা, মানববন্ধন, আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফিরোজ আহাম্মেদ বাচ্চু, চাঁদ সুলতানা, শাহনাজ মুন্নী, আমেনা বেগম প্রমুখ।

মাঈন উদ্দিন বলেন, ‘আমরা প্রতিটি নাগরিক অলসতা করে ব্যাগ ছাড়াই বাজারে যাই। সেখানে গিয়ে পলিথিন ভরে বাজার নিয়ে আসি। পলিথিন অপচনশীল পদার্থ হওয়ায় এর পরিত্যক্ত অংশ মাটির অভ্যন্তরে ঢুকে মাটির উর্বরতা শক্তি হ্রাস ও মাটিতে থাকা অণুজীবগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। পলিথিন শুধু মাটির গুণাগুণ নষ্ট করছে তা-ই নয়; বরং বিপন্ন করে তুলছে আমাদের প্রকৃতি; পরিবেশকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবাইকে সচেতন হয়ে পলিথিন বর্জন করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত