Ajker Patrika

সুন্দরবন রক্ষায় স্বতন্ত্র বাহিনী গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২১: ৪৫
সুন্দরবন রক্ষায় স্বতন্ত্র বাহিনী গঠনের প্রস্তাব

দুর্যোগে, দখলে ও দূষণে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই হুমকি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, দুর্যোগে ও দূষণে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই হুমকি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

আজ সোমবার সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে ভার্চুয়াল সভায় সাংসদ সৈয়দা রুবিনা আক্তার বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়, সকলকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে’-প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়ন হলেই উপকূলের উন্নয়ন নিশ্চিত হবে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী সংকট মোকাবিলায় সরকার এরইমধ্যে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে। আমরা আশা করবো সরকারিভাবে সুন্দরবন দিবস পালনের উদ্যোগ নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও পার্শ্ববর্তী জনগণকে নিয়ে সুন্দরবন রক্ষায় স্বতন্ত্র বাহিনী গঠনের প্রস্তাব করেন তিনি। 

বাপার সাধারণ সম্পাদক শরিফ জামিল বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশের মা হচ্ছে নদী। আর উপকূলে মায়ের দায়িত্ব পালন করছে সুন্দরবন। কিন্তু রাষ্ট্র ও সরকারের নীতি-নির্ধারকেরা এই মায়ের গুরুত্ব অনুধাবন করছেন না। যে কারণে মারাত্মক ঝুঁকির মুখে সুন্দরবন ও সেখানকার জীববৈচিত্র্য। তাই সরকারকেই সুন্দরবনের গুরুত্ব বুঝতে হবে। তাহলেই রক্ষা পাবে সুন্দরবন।’ সভায় বক্তারা সরকারিভাবে সুন্দরবন দিবস পালনের দাবি জানান। তাঁরা বলেন, সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে। উপকূল না বাঁচলে সারা দেশে বিপর্যয় দেখা দেবে। 

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, আন্তর্জাতিক সংস্থা কেআইএ প্রতিনিধি মাটিল দ্যা টিনা বৈদ্য, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, একাত্তর টিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান, স্কাসের চেয়ারম্যান জেসমিন প্রেমা, স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, ফেইথ ইন অ্যাকশনের নৃপেন বৈদ্য, সাংবাদিক নিজামুল হক বিপুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত