Ajker Patrika

১০ আগস্টের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ আগস্টের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র জমা দিতে নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা। ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নিকটস্থ আর্মি ক্যাম্পে এসব অস্ত্র গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অভিযান চালিয়ে উদ্ধার করা হবে। সে ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানানো হয়।

আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশ দেন জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক।

বিবৃতির বিষয়ে ডিসি বলেন, ‘নারায়ণগঞ্জে বেশ কিছু এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুট করা হয়েছে। এসব অস্ত্র ফিরিয়ে আনতে সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। যারা আগামী ১০ তারিখের মধ্যে অস্ত্র জমা দেবে, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না। তবে ১১ তারিখ থেকে অস্ত্র উদ্ধারে মাঠে অভিযান চালাবে সেনাবাহিনী। সে সময় অস্ত্র উদ্ধার করা হলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে নারায়ণগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অফিস, বিজিবি ক্যাম্প, সিদ্ধিরগঞ্জ থানা ও বেশ কিছু পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। এসব হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র খোয়া যায়। অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার আগে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চেয়ে বার্তা পাঠিয়েছে প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত