Ajker Patrika

খেজুর রস খেতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫

কিশোরগঞ্জ প্রতিনিধি
খেজুরের রস খেতে এসে জয় বাংলা স্লোগান দিয়ে আটক ১৫ জন। ছবি: আজকের পত্রিকা
খেজুরের রস খেতে এসে জয় বাংলা স্লোগান দিয়ে আটক ১৫ জন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১৫ জন আটক হয়েছেন। আজ বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকা থেকে তাঁদের আটক করে পাকুন্দিয়া থানা-পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আটকেরা হলেন— নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম জিহাদ (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত ১৮), ইকবাল হোসেন শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৭), অমিত (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান একান্ত (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। তাঁরা প্রত্যেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আটকের তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খেতে আসে লোকজন। ভোর রাতেই আসতে হয় রস খেতে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসে। এ সময় তাঁরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এলাকাবাসীর হাতে ওই ১৫ জন যুবক আটক হয়। পুলিশ তাঁদের নিরাপত্তার কথা চিন্তা করে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত