Ajker Patrika

অস্ত্রসহ মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০২: ৪৭
অস্ত্রসহ মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র-গুলিসহ মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী সৈয়দুল আমিনকে (১৮) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ এর পশ্চিম এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে এপিবিএন-১৪ এর একটি টিম।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি রিভলবার ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া ওই রোহিঙ্গা সন্ত্রাসী হলেন, রকিম গ্রুপের টাইগার ইউনিটের প্রধান এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/২ এর মো. নাজেরের ছেলে সৈয়দুল আমিন। 

এ বিষয়ে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মাদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ মোস্ট ওয়ান্টেড ‘আরসা’ এর রকিম গ্রুপের ‘গান’ শাখার প্রধান অস্ত্র চালনাকারী সৈয়দুল আমিনকে গ্রেপ্তার করেছে এপিবিএন-১৪ এর একটি টিম। সৈয়দুল আমিন মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ একাধিক অভিযান চালিয়েছে।

মোহাম্মাদ জিয়াউল বলেন, রকিম গ্রুপের এই সৈয়দুল আমীন ও লালুরা মিলে রোহিঙ্গা ক্যাম্পে টাইগার ইউনিটের ‘গান’ গ্রুপ কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ছাড়াও এই গ্রুপের নেতৃত্বে শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত