টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সাদপন্থীদের তত্ত্বাবধানে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার রাত থেকেই ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় কয়েক লাখ মুসল্লি জমায়েত হন।
রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া প্রায় ৩০ মিনিটের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন মুসল্লিরা। পূর্বঘোষণা অনুযায়ী শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয়। তবে রোববার ভোরে ওই সড়কগুলোতে যান চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল সীমিত হয়ে আসে। মোনাজাতে অংশ নিতে এসে ফিরতি পথে পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে মুসল্লিদের।
সড়কে যানবাহন থাকলেও ইজতেমা ময়দান থেকে প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। এতে সড়কে চলাচল করা সব যানবাহনে ধীরগতি দেখা দিয়েছে।
মো. বিপ্লব মোটরসাইকেলে টঙ্গী থেকে রাজধানীর মহাখালীর উদ্দেশে রওনা দিয়েছেন। গন্তব্যে পৌঁছাতে ৩৫০ টাকা চুক্তি হয়েছে চালকের সঙ্গে। তিনি বলেন, ‘রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে যেতে চাইছেন না চালকেরা। সেই সঙ্গে সড়কে অন্যান্য যানবাহন চলতে শুরু করেছে।’
হুমায়রা বেগম মোনাজাতে অংশ নিতে ময়দানের দক্ষিণ পাশে টঙ্গী বাজার এলাকায় অবস্থান নেন। তিনি বলেন, ‘মোনাজাত শেষে আবদুল্লাহপুর-উলুখোলা হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাড়িতে ফিরব। রিকশায় উলুখোলা পৌঁছাতে কয়েক গুণ বেশি ভাড়া চাইছেন চালকেরা।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক বিভাগ (দক্ষিণ) চৌধুরী মো. তানভির বলেন, মুসল্লিরা তাঁদের গন্তব্যে ফিরছেন। সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। রোববার সন্ধ্যার মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সাদপন্থীদের তত্ত্বাবধানে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার রাত থেকেই ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় কয়েক লাখ মুসল্লি জমায়েত হন।
রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া প্রায় ৩০ মিনিটের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন মুসল্লিরা। পূর্বঘোষণা অনুযায়ী শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয়। তবে রোববার ভোরে ওই সড়কগুলোতে যান চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল সীমিত হয়ে আসে। মোনাজাতে অংশ নিতে এসে ফিরতি পথে পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে মুসল্লিদের।
সড়কে যানবাহন থাকলেও ইজতেমা ময়দান থেকে প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। এতে সড়কে চলাচল করা সব যানবাহনে ধীরগতি দেখা দিয়েছে।
মো. বিপ্লব মোটরসাইকেলে টঙ্গী থেকে রাজধানীর মহাখালীর উদ্দেশে রওনা দিয়েছেন। গন্তব্যে পৌঁছাতে ৩৫০ টাকা চুক্তি হয়েছে চালকের সঙ্গে। তিনি বলেন, ‘রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে যেতে চাইছেন না চালকেরা। সেই সঙ্গে সড়কে অন্যান্য যানবাহন চলতে শুরু করেছে।’
হুমায়রা বেগম মোনাজাতে অংশ নিতে ময়দানের দক্ষিণ পাশে টঙ্গী বাজার এলাকায় অবস্থান নেন। তিনি বলেন, ‘মোনাজাত শেষে আবদুল্লাহপুর-উলুখোলা হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাড়িতে ফিরব। রিকশায় উলুখোলা পৌঁছাতে কয়েক গুণ বেশি ভাড়া চাইছেন চালকেরা।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক বিভাগ (দক্ষিণ) চৌধুরী মো. তানভির বলেন, মুসল্লিরা তাঁদের গন্তব্যে ফিরছেন। সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। রোববার সন্ধ্যার মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
৩ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
৪ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১২ মিনিট আগে