Ajker Patrika

ইজতেমা ঘিরে সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা: র‍্যাব মহাপরিচালক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৪: ৫৩
ইজতেমা ঘিরে সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা: র‍্যাব মহাপরিচালক

আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এবারের বিশ্ব ইজতেমা ঘিরে সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খোরশীদ হোসেন। আজ বুধবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানের পাশে র‍্যাবের কন্ট্রোলরুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাবের মহাপরিচালক বলেন, এবারের ইজতেমা আয়োজনে জঙ্গি বা কোনো উগ্রবাদী সংগঠনের হুমকি নেই। সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে র‍্যাব পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নিয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মূল নিয়ন্ত্রণকক্ষ ও দুটি উপনিয়ন্ত্রণকক্ষ।

তিনি আরও বলেন, ‘তা ছাড়া র‍্যাবের বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। তুরাগ নদে টহলের জন্য র‍্যাবের স্পিডবোট থাকছে। ৯টি অবজারভেশন পোস্ট, ৯টি ওয়াচ টাওয়ার সার্বক্ষণিক মনিটরিং করছে। পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য আকাশপথে আজ থেকেই র‍্যাবের হেলিকপ্টার টহল দিচ্ছে।’ র‍্যাব ইজতেমায় আগত মুসল্লিদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে বলেও তিনি জানান। 

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এতে অংশ নিচ্ছেন মাওলানা জোবায়েরপন্থীরা। দ্বিতীয় ধাপে অংশ নেবেন ভারতের মাওলানা সাদপন্থীরা। ইজতেমায় যোগ দিতে ইতিমধ্যে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত