Ajker Patrika

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৫: ৩৭
রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম রাজীব বিশ্বাস (৪০)। তিনি রূপগঞ্জের দেবই নয়াগাঁও গ্রামের রামকুমার বিশ্বাসের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন মোসলেহ উদ্দিন নামে আরেক আরোহী। তবে তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শক আলী আশরাফ মোল্লা। তিনি বলেন, মোটরসাইকেলটি ভুলতা থেকে কাঞ্চনের দিকে যাচ্ছিল। পথে আমলাবো এলাকায় মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক রাজীব ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেলে থাকা আরোহী মোসলেহ উদ্দিন। 

খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। তবে পলাতক রয়েছে কাভার্ড ভ্যানটির চালক। তাঁকে ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত