নারায়ণগঞ্জ প্রতিনিধি
বেতন বৃদ্ধিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পরিচ্ছন্নতাকর্মীরা নগর ভবন প্রাঙ্গণে ময়লা নিক্ষেপ করেছেন। এতে ক্ষুব্ধ হন নাসিক মেয়র আইভী। পরে কার্যালয় থেকে নিচে নেমে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এ ছাড়া মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নগর ভবনে আসা অতিথিদের অবরুদ্ধ করার চেষ্টা করেন বিক্ষুব্ধ কর্মীরা।
এর আগে সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের আন্দোলনের একপর্যায়ে নগর ভবনের নিচে পার্ক করে রাখা গাড়িতে আবর্জনা ফেলে দেন তাঁরা।
এ সময় মেয়র আইভী নিচে নেমে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সবার বেতন ৩ মাস আগেই বেড়েছে। কিন্তু আমরা কারও টাকা দিতে পারি নাই; কারণ টাকা নাই। শুধু আপনাদের না, নাসিকের কোনো কর্মকর্তা কর্মচারীই নতুন বেতন পাননি। আপনাদের ৮ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে। বাসা ভাড়া বাবদ পাবেন ৫ হাজার। আপনারা আমার বিরুদ্ধে আন্দোলন করেন, স্লোগান দেন, অবরুদ্ধ করেন সমস্যা নাই। কিন্তু ময়লা ফেলার মতো দুঃসাহস কীভাবে দেখালেন! এটা কেমন আচরণ!’
এ সময় মেয়র বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাই করার কথা বলেন তিনি। পাশাপাশি বেতন বৃদ্ধির বিষয়টি কেন জানানো হয়নি এ নিয়ে পরিচ্ছন্নতা কর্মকর্তা শ্যামল পালকে ভর্ৎসনা করেন মেয়র। পরে মেয়রের অনুপস্থিতিতে পরিচ্ছন্নতাকর্মী শ্যামল পালের ওপর ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় তাঁকে।
নাসিক মেয়র বলেন, ‘পরিকল্পিতভাবে একটি মহলের উসকানিতে তারা এ রকম আচরণ ও দুঃসাহস দেখিয়েছে। তাদের বেতন বেড়েছে, তাদের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে কিছুটা আর্থিক সংকটের কারণে নতুন বেতন বাস্তবায়নের অপেক্ষায় আছে। তাদের এই আচরণের পেছনে কারা কারা রয়েছেন তা আমি ভালো করেই জানি। এদের ব্যবহার করে নাসিকের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার পরিকল্পনা চলছে।’
নাসিকের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল বলেন, ‘আমাদের অন্তত ১ হাজার ২৪০ জন পরিচ্ছন্নতাকর্মী আছে যাদের কোনো নিয়োগপত্র নাই। দৈনিক ১৭৫ টাকা বেতনে কীভাবে চলব আমরা? অনেক দিন ধরেই বেতন বাড়ানোর কথা বলে আসছি। সে জন্যেই আজকের এই আন্দোলন।’
পরিচ্ছন্নতাকর্মীদের ছয় দফা দাবিগুলো হলো—শ্রম আইন ২০০৬ মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও সকল পরিচ্ছন্নতাকর্মীর চাকরি স্থায়ীকরণ, কর্মীদের ন্যূনতম দৈনিক বেতন ৬৫০ টাকা ও ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করা, প্রত্যেক শ্রমিকের বেতনের সমপরিমাণ ঈদ ও পূজার বোনাস প্রদান, প্রতি ওয়ার্ডে দুজন করে ডোম নিয়োগ, পরিষ্কার-পরিচ্ছন্নতা চলার সময় শ্রমিক দুর্ঘটনায় নিহত হলে লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং স্বাভাবিকভাবে মৃত্যু হলে ৫০ হাজার টাকা প্রদান করা।
বেতন বৃদ্ধিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পরিচ্ছন্নতাকর্মীরা নগর ভবন প্রাঙ্গণে ময়লা নিক্ষেপ করেছেন। এতে ক্ষুব্ধ হন নাসিক মেয়র আইভী। পরে কার্যালয় থেকে নিচে নেমে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এ ছাড়া মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নগর ভবনে আসা অতিথিদের অবরুদ্ধ করার চেষ্টা করেন বিক্ষুব্ধ কর্মীরা।
এর আগে সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের আন্দোলনের একপর্যায়ে নগর ভবনের নিচে পার্ক করে রাখা গাড়িতে আবর্জনা ফেলে দেন তাঁরা।
এ সময় মেয়র আইভী নিচে নেমে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সবার বেতন ৩ মাস আগেই বেড়েছে। কিন্তু আমরা কারও টাকা দিতে পারি নাই; কারণ টাকা নাই। শুধু আপনাদের না, নাসিকের কোনো কর্মকর্তা কর্মচারীই নতুন বেতন পাননি। আপনাদের ৮ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে। বাসা ভাড়া বাবদ পাবেন ৫ হাজার। আপনারা আমার বিরুদ্ধে আন্দোলন করেন, স্লোগান দেন, অবরুদ্ধ করেন সমস্যা নাই। কিন্তু ময়লা ফেলার মতো দুঃসাহস কীভাবে দেখালেন! এটা কেমন আচরণ!’
এ সময় মেয়র বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাই করার কথা বলেন তিনি। পাশাপাশি বেতন বৃদ্ধির বিষয়টি কেন জানানো হয়নি এ নিয়ে পরিচ্ছন্নতা কর্মকর্তা শ্যামল পালকে ভর্ৎসনা করেন মেয়র। পরে মেয়রের অনুপস্থিতিতে পরিচ্ছন্নতাকর্মী শ্যামল পালের ওপর ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় তাঁকে।
নাসিক মেয়র বলেন, ‘পরিকল্পিতভাবে একটি মহলের উসকানিতে তারা এ রকম আচরণ ও দুঃসাহস দেখিয়েছে। তাদের বেতন বেড়েছে, তাদের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে কিছুটা আর্থিক সংকটের কারণে নতুন বেতন বাস্তবায়নের অপেক্ষায় আছে। তাদের এই আচরণের পেছনে কারা কারা রয়েছেন তা আমি ভালো করেই জানি। এদের ব্যবহার করে নাসিকের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার পরিকল্পনা চলছে।’
নাসিকের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল বলেন, ‘আমাদের অন্তত ১ হাজার ২৪০ জন পরিচ্ছন্নতাকর্মী আছে যাদের কোনো নিয়োগপত্র নাই। দৈনিক ১৭৫ টাকা বেতনে কীভাবে চলব আমরা? অনেক দিন ধরেই বেতন বাড়ানোর কথা বলে আসছি। সে জন্যেই আজকের এই আন্দোলন।’
পরিচ্ছন্নতাকর্মীদের ছয় দফা দাবিগুলো হলো—শ্রম আইন ২০০৬ মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও সকল পরিচ্ছন্নতাকর্মীর চাকরি স্থায়ীকরণ, কর্মীদের ন্যূনতম দৈনিক বেতন ৬৫০ টাকা ও ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করা, প্রত্যেক শ্রমিকের বেতনের সমপরিমাণ ঈদ ও পূজার বোনাস প্রদান, প্রতি ওয়ার্ডে দুজন করে ডোম নিয়োগ, পরিষ্কার-পরিচ্ছন্নতা চলার সময় শ্রমিক দুর্ঘটনায় নিহত হলে লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং স্বাভাবিকভাবে মৃত্যু হলে ৫০ হাজার টাকা প্রদান করা।
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১২ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২০ মিনিট আগে