Ajker Patrika

লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের বারি পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১৬তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের একটি দল আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১৬তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের একটি দল আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করে। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১৬তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের একটি দল আজ সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করে। এ সময় তারা বারির কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করে।

বারির সূত্র জানায়, সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের দলে ৩৮ জন প্রশিক্ষণার্থী ছিলেন। তাঁদের মধ্যে যুগ্ম সচিব ৩৪ জন, কর্নেল ১ জন, ক্যাপ্টেন ১ জন, গ্রুপ ক্যাপ্টেন ১ জন, ডিআইজি ১ জন এবং ৪ জন কোর্স সদস্য ছিলেন।

প্রশিক্ষণার্থীদের দলটি সোমবার সকালে বারি সদর দপ্তরে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা। পরে বারি সম্মেলনকক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। পরে বারির কার্যক্রম ও সাফল্য সম্পর্কে বক্তব্য দেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদসহ বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীরা।

পরে প্রতিনিধিদল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করে এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত