Ajker Patrika

বাসের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, বাসে আগুন

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৭
বাসের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, বাসে আগুন

মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের তিন যাত্রী। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার খাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম সুমন শেখ (৪০)। আহত তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইজিবাইককে ধাক্কা দেওয়ার পর যাত্রীবাহী বাসে আগুন দেন স্থানীরা। এতে গাড়িটির অধিকাংশ অংশ পুড়ে যায়এদিকে ইজিবাইকের চালকের নিহত হওয়ার ঘটনায় ধাক্কা দেওয়া বাসটি পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। এর আগে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে। 

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি। অন্যদিকে মাদারীপুর শহর থেকে মোস্তফাপুর যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হন। ঘটনার পর গুরুতর আহত তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত