Ajker Patrika

শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১১: ৪৬
শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোতরা হাজী ইয়াসিন মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসেন উদ্দিন সোহেল বলেন, দোতরা হাজী ইয়াসিন মোল্লাকান্দি গ্রামের শাজাহান মোল্লার সঙ্গে একই এলাকার মতি মোল্লার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, শাজাহান মোল্লার পক্ষের কয়েকজন সম্প্রতি মতি মোল্লার পক্ষ নেয়। ঈদ উপলক্ষে মতি মোল্লা ও শাজাহান মোল্লা আলাদাভাবে নিজ নিজ সমাজের লোকজনকে ঈদের দিন দাওয়াত করে খাওয়ান। গতকাল শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে এই সংঘর্ষ বাধে।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আজকের পত্রিকাকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত