নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ফাঁকা আসন পূরণ করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ২০২০-২১ শিক্ষাবর্ষে ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করেন তারা।
শিক্ষার্থীদের দাবি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আসন থাকা সত্ত্বেও ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তাদের অপেক্ষমাণ সিরিয়াল খুব কাছাকাছি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারছেন না।
নাঈম ইসলাম নামে ভুক্তভোগী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, অপেক্ষমাণ সিরিয়ালে সে খুবই কাছাকাছি ছিল। কিন্তু অল্পের জন্য তার বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলার অনুযায়ী যতগুলো সিটসংখ্যা আছে সেগুলো পূরণ করার নোটিশ দিলেই আমার বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন পূরণ হবে। আর এই দাবি আমার অধিকার। এত দিনে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় ভর্তি চালু, ফাঁকা আসন পূরণ না করায় আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা শিগগিরই পুনরায় ভর্তি চালু ও ফাঁকা আসন পূরণের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী শফিকুল ইসলাম শুভ বলেন, আমরা আমাদের সঠিক দাবি নিয়ে আজ এখানে এসেছি। এ দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমরা আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। এ সময় মানববন্ধন শেষে দাবি দাওয়া নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানান তিনি।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ফাঁকা আসন পূরণ করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ২০২০-২১ শিক্ষাবর্ষে ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করেন তারা।
শিক্ষার্থীদের দাবি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আসন থাকা সত্ত্বেও ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তাদের অপেক্ষমাণ সিরিয়াল খুব কাছাকাছি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারছেন না।
নাঈম ইসলাম নামে ভুক্তভোগী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, অপেক্ষমাণ সিরিয়ালে সে খুবই কাছাকাছি ছিল। কিন্তু অল্পের জন্য তার বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলার অনুযায়ী যতগুলো সিটসংখ্যা আছে সেগুলো পূরণ করার নোটিশ দিলেই আমার বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন পূরণ হবে। আর এই দাবি আমার অধিকার। এত দিনে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় ভর্তি চালু, ফাঁকা আসন পূরণ না করায় আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা শিগগিরই পুনরায় ভর্তি চালু ও ফাঁকা আসন পূরণের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী শফিকুল ইসলাম শুভ বলেন, আমরা আমাদের সঠিক দাবি নিয়ে আজ এখানে এসেছি। এ দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমরা আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। এ সময় মানববন্ধন শেষে দাবি দাওয়া নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানান তিনি।
রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
২ মিনিট আগেনতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
৬ মিনিট আগেমানিকগঞ্জের সিঙ্গাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায়
২১ মিনিট আগেরাজধানীর উত্তরায় এক যুবককে প্রাইভেটকারে তুলে অপহরণের ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)। দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
২২ মিনিট আগে