মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে করোনার টিকা দিতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা অন্যরা অক্ষত থাকলেও চালক জুয়েল আহত হয়েছেন। তাঁকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকালে গোড়াই-সখীপুর সড়কের হাঁটুভাঙা সিরামিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম আজগানা ইউনিয়নের কুরাতলী গ্রামের মুন্নাপ দেওয়ানের ছেলে।
আহত চালক জুয়েল জানান, সকালে কুরাতলী গ্রাম থেকে আব্দুর রহিম ও তাঁর স্ত্রীসহ আশপাশের বাড়ির আটজনকে নিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য জামুর্কীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে আব্দুর রহিম অটোর নিচে চাপা পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আজগানা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরে করোনার টিকা দিতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা অন্যরা অক্ষত থাকলেও চালক জুয়েল আহত হয়েছেন। তাঁকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকালে গোড়াই-সখীপুর সড়কের হাঁটুভাঙা সিরামিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম আজগানা ইউনিয়নের কুরাতলী গ্রামের মুন্নাপ দেওয়ানের ছেলে।
আহত চালক জুয়েল জানান, সকালে কুরাতলী গ্রাম থেকে আব্দুর রহিম ও তাঁর স্ত্রীসহ আশপাশের বাড়ির আটজনকে নিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য জামুর্কীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে আব্দুর রহিম অটোর নিচে চাপা পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আজগানা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১০ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১১ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে