Ajker Patrika

কার্ডিওলজি ট্রাভেল ফেলোশিপ পেলেন দুই চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কার্ডিওলজি ট্রাভেল ফেলোশিপ পেলেন দুই চিকিৎসক

হৃদ্‌রোগ বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করায় দেশের দুইজন তরুণ চিকিৎসককে কার্ডিওলজি ট্রাভেল ফেলোশিপ দেওয়া হয়েছে। প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে এ ফেলোশিপ দেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের তরুণ কার্ডিওলজিস্টদের চিকিৎসা বিষয়ক জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস যৌথভাবে দেশের দুজন তরুণ চিকিৎসককে প্রথমবারের মতো ‘কার্ডিওলজি ট্রাভেল ফেলোশিপ’ দেয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁতে আয়োজিত অনুষ্ঠানে ‘কার্ডিওলজি ট্রাভেল ফেলোশিপ’ তুলে দেওয়া হয়। ফেলোশিপ সম্মাননা তুলে দেন ইসসেপ্টা ফার্মাসিউটিকালস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং প্ল্যানটোরি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর ট্রাস্টি ডা. নাসের খান।

কার্ডিওলজি ট্রাভেল ফেলোশিপ প্রাপ্ত দুই চিকিৎসক হচ্ছেন—জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউট হাসপাতালের (এনআইসিভিডি) ডা. মো. আল-আমিন ওবং ইউনাইটডে হাসপাতালের র্কাডিওলজিস্ট ডা. তানভীর আহমেদ।

এই ফেলোশিপ অ্যাওয়ার্ডের আওতায় দুই চিকিৎসক যুক্তরাষ্ট্রের ডালাস এবং লাসভেগাসে দেশটির কার্ডিওলজিস্টদের নির্দেশনায় হৃদরোগ বিষয়ক হালনাগাদ ব্যবহারিক জ্ঞান আহরণ করবেন।

প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর ট্রাস্টি ডা. নাসের খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল মুক্তাদরি। তিনি বলেন, ‘এদেশেই এখন বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। মলিকুলার বায়োলজিতে কাজ করে অল্প সময়ের মধ্যে তা অল্প টাকায় দেওয়া সম্ভব হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমজি আজম, ডা. মোস্তফা জামান, ডা. সাইদুর রহমান খান, ইসসেপ্টা ফার্মাসিউটিকালস্ লিমিটেডের নির্বাহী পরিচালক (বিপণন) ডা. ই. এইচ. আরেফিন আহমেদ, পরিচালক (বিপণন) আশরাফ উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. মিজানুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত