ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক, ভাষা আন্দোলনের গবেষক ও লেখক এম. আর মাহবুবের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
এম. আর মাহবুব ১৯৬৯ সালে ১৫ অক্টোবর নরসিংদী জেলার চর আহম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সিটি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তাঁর কর্মজীবন শুরু হয় শিক্ষকতা ও সাংবাদিকতার মধ্যে দিয়ে। ছাত্র জীবন থেকেই তিনি ভাষা আন্দোলন সৈনিকদের সঙ্গে জড়িত থেকে ভাষা আন্দোলন নিয়ে গবেষণা করেছেন। তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন।
২০২০ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি মারা যান। তাঁর স্ত্রী ও একমাত্র মেয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রী) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ভাষা আন্দোলন নিয়ে ৫৬টি বই লিখেছেন এম. আর. মাহবুব। তার মধ্যে সংবাদপত্রে ভাষা আন্দোলন ১৯৪৭-১৯৫৬, একুশের ডায়েরি, একুশের নেপথ্য কথা, আজিমপুরের ভাষা আন্দোলন, নরসিংদীর ভাষা আন্দোলন, একুশে যত প্রথম এবং যারা অমর ভাষাসংগ্রামী উল্লেখযোগ্য। তিন দশকেরও বেশি ধরে তিনি ভাষা আন্দোলনের ইতিহাস চর্চা ও শেকড় সন্ধানী গবেষণায় যুক্ত ছিলেন।
ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক, ভাষা আন্দোলনের গবেষক ও লেখক এম. আর মাহবুবের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
এম. আর মাহবুব ১৯৬৯ সালে ১৫ অক্টোবর নরসিংদী জেলার চর আহম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সিটি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তাঁর কর্মজীবন শুরু হয় শিক্ষকতা ও সাংবাদিকতার মধ্যে দিয়ে। ছাত্র জীবন থেকেই তিনি ভাষা আন্দোলন সৈনিকদের সঙ্গে জড়িত থেকে ভাষা আন্দোলন নিয়ে গবেষণা করেছেন। তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন।
২০২০ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি মারা যান। তাঁর স্ত্রী ও একমাত্র মেয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রী) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ভাষা আন্দোলন নিয়ে ৫৬টি বই লিখেছেন এম. আর. মাহবুব। তার মধ্যে সংবাদপত্রে ভাষা আন্দোলন ১৯৪৭-১৯৫৬, একুশের ডায়েরি, একুশের নেপথ্য কথা, আজিমপুরের ভাষা আন্দোলন, নরসিংদীর ভাষা আন্দোলন, একুশে যত প্রথম এবং যারা অমর ভাষাসংগ্রামী উল্লেখযোগ্য। তিন দশকেরও বেশি ধরে তিনি ভাষা আন্দোলনের ইতিহাস চর্চা ও শেকড় সন্ধানী গবেষণায় যুক্ত ছিলেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১৪ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৫ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩২ মিনিট আগে