Ajker Patrika

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি জেব্রা শাবকের জন্ম

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি জেব্রা শাবকের জন্ম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। আজ মঙ্গলবার সকালে একটি শাবকের জন্ম হয়। অপর শাবকের জন্ম হয় গত রোববার।

শাবক দুটি মাদি নাকি পুরুষ, তা এখনো শনাক্ত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। জন্ম নেওয়া শাবক দুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেব্রা-২পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, জেব্রা শাবক দুটি মায়ের সঙ্গে দল বেঁধে বেষ্টনীতে ছোটাছুটি করছে আর মায়ের দুধ পান করছে। সদ্য জন্ম নেওয়া শাবক ও মায়ের অতিরিক্ত দেখভাল করা হচ্ছে। এই দুটি শাবক নিয়ে পার্কে জেব্রার সংখ্যা এখন ৩২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত